Viral Video: হুইলচেয়ারে চড়েই জীবনের চাকা ঘোরাচ্ছেন! বিশেষ ভাবে সক্ষম ব্যক্তি দেখালেন, অসম্ভব বলে কিছু হয় না

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Jul 29, 2022 | 8:17 AM

Zomato: হুইলচেয়ারে করে খাবার ডেলিভারি করতে যাচ্ছেন জ়োম্যাটোর এক বিশেষ ভাবে সক্ষম এজেন্ট। তাঁর সেই ভিডিয়ো নেটপাড়ার লোকজনের মন জয় করে নিয়েছে। আপনিও দেখুন একবার।

Viral Video: হুইলচেয়ারে চড়েই জীবনের চাকা ঘোরাচ্ছেন! বিশেষ ভাবে সক্ষম ব্যক্তি দেখালেন, অসম্ভব বলে কিছু হয় না
ঘুরছে জীবনের চাকা!

Follow Us

নতুন কিছু করতে চলেছেন। আর যতবারই তা করতে যাচ্ছেন, ততবারই ব্যর্থ হচ্ছেন। এরকম একটা অবস্থায় আপনার যদি অনুপ্রেরণার প্রয়োজন হয়, তাহলে এই ভাইরাল ভিডিয়োটা একবার দেখা উচিৎ। কঠিন সময় মানুষকে আরও কঠোর করে তোলে। কতটা কঠোর করে তোলে, তা চোখে আঙুল দিয়ে দেখিয়েছে ভিডিয়োটা। বিশেষ ভাবে সক্ষম এক ব্যক্তি জ়োম্যাটোর ডেলিভারি এজেন্ট। হুইলচেয়ারে চড়েই বাড়ি-বাড়ি খাবার ডেলিভারি করে চলেছেন।


গ্রুমিং বুলস নামক একটি ইনস্টাগ্রাম পেজ থেকে ভিডিয়োটি শেয়ার করা হয়েছে। ছোট্ট সেই ভিডিয়োতে দেখা গিয়েছে, হুইলচেয়ারে চেপে সেই বিশেষ ভাবে সক্ষম ব্যক্তিটি খাবার ডেলিভারি করতে যাচ্ছেন। ওই হুইলচেয়ারে একটি মোটরের সঙ্গে সংযুক্ত করা হয়েছে, যাতে ব্যক্তির যাতায়াত একটু হলেও সহজ হতে পারে।

ভিডিয়োর ক্যাপশনে লেখা হয়েছে, “অনুপ্রেরণার সেরা উদাহরণ।”

এই ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় প্রায় 6 লাখেরও বেশি ভিউ হয়েছে। নেটিজ়েনদের অনেকে নানাবিধ ইতিবাচর মন্তব্য করেছেন এই ব্যক্তি এবং তাঁর এহেন স্পিরিটটাকে নিয়ে। শুধু তাই নয়। জ়োম্যাটোর তরফেও ব্যক্তির প্রশংসা করা হয়েছে।

একজন ব্যবহারকারী লিখছেন, “অনেক শ্রদ্ধা সেই সুপারভাইজারকে, যিনি এই ব্যক্তিকে চাকরি দিয়েছেন।”

Next Article