Viral Video: কুকুরের ধাক্কায় রাস্তা পার হতে গিয়ে পড়ে গেলেন যুবক! ভাইরাল ভিডিয়ো দেখলে অবাক হবেন আপনিও

TV9 Bangla Digital | Edited By: Sohini chakrabarty

May 09, 2022 | 9:37 PM

Viral Video: রাস্তার মধ্যে তীব্র গতিতে ছুটে আসা কুকুরের ধাক্কা খেয়ে সটান পড়ে গিয়েছেন ওই যুবক। পরক্ষণের তাঁর অভিব্যক্তিকে বোঝা গিয়েছে যে কোমরে বেশ জোরেই লেগেছে তাঁর।

Viral Video: কুকুরের ধাক্কায় রাস্তা পার হতে গিয়ে পড়ে গেলেন যুবক! ভাইরাল ভিডিয়ো দেখলে অবাক হবেন আপনিও

Follow Us

গাড়ি দুর্ঘটনা (Car Accident) বিভিন্ন ভিডিয়ো তো এতদিন সোশ্যাল মিডিয়ায় দেখেছেন। তার মধ্যে কিছু ভিডিয়ো (Viral Video) দেখলে একদম শিউরে উঠতে হয়। তবে এবার এমন এক দুর্ঘটনার ভিডিয়ো ভাইরাল হয়েছে যা দেখে হেসে গড়াচ্ছেন নেটিজ়েনরা। কিন্তু কী এমন দেখা গিয়েছে ওই ভিডিয়োতে? টুইটারে ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা গিয়েছে রাস্তার একদিন থেকে অন্যদিকে পার হয়ে আসছেন এক যুবক। এদিক ওদিক তাকিয়ে গাড়ি দেখে সাবধানেই রাস্তা পার হচ্ছিলেন তিনি। কিন্তু আচমকাই ঘটল বিপত্তি। কোথা থেকে যেন তীব্র গতিতে ছুটে এল একটি কুকুর। আর তার গতিতেই একদম চিৎপটাং হলেন ওই যুবক। গাড়ি ধাক্কা মারলে যেভাবে মানুষ শূন্যে ভেসে ছিটকে পড়ে এক্ষেত্রেও অনেকটাই তাই- ই হয়েছে।

দেখুন সেই ভাইরাল ভিডিয়ো

রাস্তার মধ্যে তীব্র গতিতে ছুটে আসা কুকুরের ধাক্কা খেয়ে সটান পড়ে গিয়েছেন ওই যুবক। পরক্ষণের তাঁর অভিব্যক্তিকে বোঝা গিয়েছে যে কোমরে বেশ জোরেই লেগেছে তাঁর। এমনিতেও আচমকা পড়ে গেলে ব্যথা একটু বেশিই লাগে। এ যাত্রাতেও তাই হয়েছে। কারণ ওই যুবক বেশ শান্ত ভাবে আপন খেয়ালে রাস্তা পার হচ্ছিলেন। যদিও গাড়ির দিকে নজর ছিল ষোলোআনা। কিন্তু দূর থেকে ছুটে আসা কুকুরটিকে আর খেয়াল করতে পারেননি তিনি। আর তার জেরেই ঘটেছে অঘটন। তবে আচমকা পড়ে গেলেও মারাত্মক কিছু চোট পাননি ওই যুবক। অন্তত ভাইরাল ভিডিয়োতে তেমনটাই দেখা গিয়েছে। রাস্তায় পড়ে যাওয়ার পর কোমরে হাত দিয়ে হাঁটুতে ভর দিয়ে ওঠার চেষ্টাও করতে দেখা গিয়েছে তাঁকে।

এই ভিডিয়ো দেখার পর থেকে নেট দুনিয়ায় বেশ হাসির রোল উঠেছে। না যুবকের পড়ে যাওয়া বা ব্যথা পাওয়া নিয়ে কেউই হাসাহাসি করছেন না। কিন্তু যেভাবে কুকুরটি ছুটে এসেছিল এবং তার এক ধাক্কায় ধপাস করে ওই যুবক পড়ে গেলেন, সেই মুহূর্ত সত্যিই হাস্যকর। শোনা যাচ্ছে, এই ঘটনা ঘটেছে গত বছর অর্থাৎ ২০২১ সালে জুন মাসে। ব্রাজিলের সাও পাওলোতে এই কাণ্ড ঘটেছে। কুকুরটির মালিক তাকে রাস্তায় ছেড়ে দিয়েছিলেন বলেও শোনা গিয়েছে। কুকুরটির মালিক নাকি তাকে গাড়ির দরজা খুলে রাস্তায় ফেলে দিয়ে চলে যাচ্ছিল। তখনই তীব্র বেগে গাড়ির পিছনে ধাওয়া করেছিল কুকুরটি। সেই সময়েই রাস্তা পার হওয়া যুবকের সঙ্গে তার ধাক্কা লেগেছিল। আর পড়ে গিয়েছিলেন ওই যুবক। পার্কিং লটে গাড়ি রেখে রাস্তা পার হতে গিয়েছিলেন তিনি। আর তখনই ঘটে গন্ডগোল।

Next Article