তাইওয়ানের একটি চমকপ্রদ ঘটনা নিয়ে সোশ্যাল মিডিয়ায় জোর চর্চা। এখানকার এক মহিলা চার দিন ধরে কানে অদ্ভুত শব্দ শুনছিলেন। একসময় সেই আওয়াজ যখন তাঁর কাছে অসহ্য ঠেকে, তখনই ছোটেন ডাক্তারের কাছে। তারপরই ঘটল আশ্চর্যজনক এক ঘটনা। কী হয়েছে তাঁর কানে, ডাক্তারের কাছ থেকে শোনার পরে তাজ্জব হয়ে গেলেন মহিলা। মহিলার কানের ভিতরে ঢুকে পড়েছিল জ্যান্ত মাকড়সা। একটি নয়, এক্কেবারে দুটি মাকড়সা মহিলার কানের ভিতরে আস্তানা গেড়ে বসেছিল।
বিষয়টি জানার পরে হতভম্ব হয়ে যান মহিলা। কীভাবে যে দুটো মাকড়সা তাঁর কানের ভিতরে ঢুকে পড়ল, বুঝতে পারছিলেন না তিনি। তবে ডাক্তাররা তড়িঘড়ি মহিলার কান থেকে মাকড়সা দুটি বের করে দিলেই স্বস্তি পান তিনি। মাইক্রোব্লগিং সাইট X-এ এই ভিডিয়োটি পোস্ট করা হয় @NEJM হ্যান্ডেল থেকে। ভিডিয়োর ক্যাপশনে লেখা হয়েছে, গত চার দিন ধরে কানে কিছু অদ্ভুত শব্দ শোনার পর উচ্চ রক্তচাপ নিয়ে হাসপাতালে পৌঁছে যান এই মহিলা। তাঁর বাম কানে মাকড়সা দুটি ঢুকে পড়েছিল।
A woman with hypertension presented to the clinic with a 4-day history of abnormal sounds in her ear. On examination, a small spider was seen moving within the external auditory canal of the left ear. The molted exoskeleton of the spider was also present. https://t.co/dye2sbbiL9 pic.twitter.com/SfeNBBGQS8
— NEJM (@NEJM) October 25, 2023
মাত্র 14 সেকেন্ডের ছোট্ট একটা ভিডিয়ো। এর মধ্যেই সেই ভিডিয়োর ভিউ 14 লাখ ছাপিয়ে গিয়েছে। প্রায় তিন হাজারেরও বেশি লাইক পড়েছে ভিডিয়োটিতে। প্রচুর মানুষ নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছেন। জানা গিয়েছে, তাইওয়ানের তানান শহরে 64 বছরের এক বৃদ্ধার সঙ্গে এই ঘটনা ঘটেছিল। ডাক্তাররাও বিষয়টি চাক্ষুষ করার পর অবাক হয়ে যান।
অটোস্কোপ এবং সাকশন ক্যানুলার মাধ্যমে মহিলার কান থেকে মাকড়সা দুটিকে বের করেন ডাক্তাররা। তারপরেই তিনি চরম স্বস্তি পেয়েছিলেন। স্থানীয় একটি সংবাদমাধ্যমের কাছে এই বিষয়ে তাইওয়ান হাসপাতালের অটোল্যারিঙ্গোলজি (কান ও গলা) বিভাগের প্রধান ডাঃ টেংচিন ওয়াং বলেছেন, মাকড়সা দুটি খুবই ছোট এবং মাত্র 2 থেকে 3 মিলিমিটার হওয়ায় ওই মহিলা সে ভাবে ব্যথা অনুভব করেননি।