Viral Video: বিশালাকার বাঘকে ধরে আদর করছিলেন যুবতী, পরক্ষণেই কামড়ে ধরল হাত-পা!

TV9 Bangla Digital | Edited By: অন্বেষা বিশ্বাস

Oct 29, 2023 | 2:41 PM

Latest Viral Video: ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর মানুষ বেশ অবাক। এই পোস্টে অনেকেই তাদের প্রতিক্রিয়া জানিয়েছেন কমেন্ট করে। 3 লাখেরও বেশি মানুষ এই ভিডিয়োটি লাইক করেছেন।

Viral Video: বিশালাকার বাঘকে ধরে আদর করছিলেন যুবতী, পরক্ষণেই কামড়ে ধরল হাত-পা!

Follow Us

সোশ্যাল মিডিয়ায় প্রায় প্রতিদিনই কোনও না কোনও ভিডিয়ো ভাইরাল হয়। তারই মধ্যে এমন কিছু ভিডিয়ো থাকে, যা দেখে অবাক হওয়া ছাড়া আর কোনও উপায় থাকে না। আর ভাইরাল হওয়ার জন্য মানুষ এখন কত কী-ই না করে। কিন্তু তাই বলে বাঘের সঙ্গে পাঙ্গা? তাদের মনে কখন কী চলে, তা বোঝা সম্ভব নয়। বাঘ যতই পোষ্য হোক না কেন, আক্রমণ করতে কয়েক সেকেন্ডও সময় নেয় না। ফলে সামান্য কিছু লাইক আর শেয়ারের লোভে তাদের কাছে গিয়ে ছবি তোলা ভিডিয়ো করা একেবারেই উচিত কাজ নয়। এবার আপনার মনে হতে পারে, সোশ্যাল মিডিয়ায় কী এমন ভিডিয়ো ভাইরাল হয়েছে? এক মহিলাকে বাঘের মাথায় হাত বোলাতে দেখা যাচ্ছে। আর বাঘটিও মহিলাটির সঙ্গে শান্তভাবে বসে রয়েছে। অন্য এক ব্যক্তি এই পুরো ঘটনাটি ভিডিয়ো করছে। কিন্তু হঠাৎই বাঘটি এমন কিছু করে বসল, যা আপনি কল্পনাও করতে পারবেন না।

ভাইরাল হওয়া ভিডিয়োয় কী দেখা যাচ্ছে? সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা যাচ্ছে, একটি বাঘ বসে রয়েছে। দেখেই মনে হচ্ছে কোনও ঘেরা জায়গা। হতে পারে বাঘটির ডেরায় সেই মহিলা ঢুকে পড়েছে। আর মহিলাটিও বাঘের কাছে যেতে একেবারেই ভয় পাচ্ছে না। বরং সে বাঘটির মাথায় আদর করে দিচ্ছে। হঠাৎই বাঘটি আক্রমণাত্মক হয়ে ওঠে। আর সেই মহিলার হাত কামড়ে ধরে। কিন্তু কোনওভাবেই খুব বেশি আঘাত করেনি। একবার হাত, একবার কুনুই, একবার পা কামড়ে ধরছে। আর মহিলাটি সেখান থেকে যাওয়ার চেষ্টা করলেই বাঘটি সঙ্গে সঙ্গে আবারও হাত কামড়ে ধরছে।


তবে খুব বেশি আঘাত করেনি বাঘটি। শেষে দেখে বোঝা যাচ্ছে, মহিলাটিও আশা করেনি, তার সঙ্গে এমন কিছু হতে পারে। ফলে সঙ্গে সঙ্গে ক্যামেরা ম্যানের সাহায্যে চাইতেই, সেখানেই ভিডিয়োটি শেষ হয়ে যায়। ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর মানুষ বেশ অবাক। এই পোস্টে অনেকেই তাদের প্রতিক্রিয়া জানিয়েছেন কমেন্ট করে। 3 লাখেরও বেশি মানুষ এই ভিডিয়োটি লাইক করেছেন।

Next Article