Viral Video: বাথরুমে যৌনতায় মত্ত যুগলে, স্পেনগামী বিমানের কেলেঙ্কারি প্রকাশ্যে

TV9 Bangla Digital | Edited By: অন্বেষা বিশ্বাস

Sep 13, 2023 | 7:26 PM

Viral Video Today: ঘটনার বিন্দুবিসর্গ জানতেন না ফ্লাইট অ্যাটেনডান্ট। হঠাৎ করেই ওই বাথরুমের দরজায় ধাক্কা মেরে বসেন। আর তারপরই তাঁর নজরে আসে, সেখানে সেক্স করছেন এক যুগল। সেই দৃশ্য যে শুধুই তাঁকে অবাক করেছিল তা নয়। ওই ফ্লাইটে উপস্থিত সকল যাত্রীই ঘটনায় অবাক হয়ে যান। কিছু যাত্রী হাসিতে ফেটে পড়লেও, অনেকে আবার এই দৃশ্য দেখে খুবই বিব্রত হয়েছিলেন।

Viral Video: বাথরুমে যৌনতায় মত্ত যুগলে, স্পেনগামী বিমানের কেলেঙ্কারি প্রকাশ্যে
ভয়ানক কাণ্ড!

Follow Us

Latest Viral Video: ইউনাইটেড কিংডমের লুটন থেকে ইবিজার দিকে যাচ্ছিল ইজ়িজেট ফ্লাইটটি। আর সেই সময় ফ্লাইটে থাকা এক যুগলে ঘটালেন ভয়ঙ্কর কাণ্ড। বিমানের বাথরুমে সেক্স করতে গিয়ে ধরা পড়েন ওই যুগলে। কেবিন ক্রু সেখানে হস্তক্ষেপ করার ফলে বিষয়টি জানাজানি হয়ে যায়। ঘটনাটি গত 8 সেপ্টেম্বর ঘটেছিল। এখন তা সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল।

দ্য ইন্ডিপেনডেন্টের রিপোর্ট অনুযায়ী, ঘটনাটি সর্বপ্রথম নজরে আসে একজন সজাগ ফ্লাইট অ্যাটেনডান্টের। তিনিই প্রথমে বিমানের বাথরুমের মধ্যে দম্পতিকে যৌন কার্যকলাপেব লিপ্ত হতে দেখেছিলেন। ঘটনার একটি 37 সেকেন্ডের ভিডিয়ো ক্লিপ ছড়িয়ে পড়েছে। টুইটার বা X প্ল্যাটফর্মে তা আসা মাত্রই 5 মিলিয়নেরও বেশি ভিউ ছাপিয়ে যায়।


বিষয়টি ওই ফ্লাইট অ্যাটেনডান্টের জানা ছিল না। হঠাৎ করেই ওই বাথরুমের দরজায় ধাক্কা মেরে বসেন। আর তারপরই তাঁর নজরে আসে, সেখানে সেক্স করছেন এক যুগল। সেই দৃশ্য যে শুধুই তাঁকে অবাক করেছিল তা নয়। ওই ফ্লাইটে উপস্থিত সকল যাত্রীই ঘটনায় অবাক হয়ে যান। কিছু যাত্রী হাসিতে ফেটে পড়লেও, অনেকে আবার এই দৃশ্য দেখে খুবই বিব্রত হয়েছিলেন।

ঘটনার প্রতিক্রিয়া জানাতে গিয়ে ইজ়িজেটের একজন মুখপাত্র বিবৃতি প্রকাশ করে বলেছে, “8 সেপ্টেম্বর লুটন থেকে ইবিজ়া যাওয়ার এই ফ্লাইটে থাকা দুই যাত্রীর অভব্য আচরণের জন্য আমাদের পুলিশকে ডাকতে হয়।”

তবে, এখনও পর্যন্ত এই দম্পতির বিরুদ্ধে কোনও আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে কি না, সে সম্পর্কে কোনও তথ্য পাওয়া যায়নি।

Next Article