Viral Video Today: সোশ্যাল মিডিয়ায় প্রায় প্রতিদিনই কোনও না কোনও ভিডিয়ো ভাইরাল হয়। তার মধ্যে এমন অনেক ভিডিয়োই থাকে, যা দেখে চোখ কপালে ওঠা ছাড়া আর কোনও উপায় থাকে না। তেমনই একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে, যা দেখলে আপনি শিউরে উঠবেন। চিড়িয়াখানায় রাখা বাঘের গর্জনেই মানুষ ভয় পায়। এমন পরিস্থিতিতে একটু ভেবে দেখুন তো, আপনার সামনে হঠাৎই একটি বাঘের অবাধ বিচরণ হলে কী অবস্থা হবে। অনেক সময় জঙ্গল সাফারিতেও বাঘের গর্জন শুনে থাকবেন অনেকেই। কিন্তু একদম খোলা জায়গায় এক কৃষককে মুখোমুখি হতে হল একটি প্রকাণ্ড বাঘের। তারপর কী হল?
ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা যাচ্ছে, একটি বাঘ ধানক্ষেতে ঘুরে বেড়াচ্ছে। ঠিক সেই সময়, বাঘের পিছনে একজন কৃষককে ট্রাক্টর দিয়ে তার জমি চাষ করতে দেখা যায়। ভিডিয়োটি দেখে মনে হচ্ছে, বাঘ বা কৃষক কেউই একে অপরকে দেখতে পায়নি। কৃষক দেখতে পায়নি মেনে নেওয়া যায়। কিন্তু ট্রাক্টরের আওয়াজ হওয়া সত্ত্বেও বাঘ বুঝতে পারল না, সেটাই নেটিজ়েনদের অবাক করেছে। এই ভিডিয়োতে আরও দুই কৃষককে বাঘটি একটু দূরে হাঁটতে দেখা যাচ্ছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই ভিডিয়োটি উত্তরপ্রদেশের পিলিভীত জেলার বলে জানা গিয়েছে।
This is Pilibhit, UP
A tiger roaming in the field & in the background farmer plowing the field.
Video shot by another farmer. pic.twitter.com/LXjOv1HVho— Raj Lakhani (@captrajlakhani) July 12, 2023
ভিডিয়োয় অনেক পাখকে উড়তেও দেখা যাচ্ছে। জানা গিয়েছে, গত এক মাস ধরে এই এলাকায় বাঘের দেখা পাওয়া যাচ্ছে। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিয়ো ভাইরাল হতেই প্রচুর মানুষ কমেন্ট করেন। এই ভিডিয়োতে একজন ব্যবহারকারী লিখেছেন, “এর আগে পিলিভীত টাইগার রিজার্ভ এলাকা সংলগ্ন এলাকায় মাঠে কাজ করা এক কৃষককে বাঘটি অতর্কিত আক্রমণ করে। এ হামলায় ঘটনাস্থলেই ওই কৃষকের মৃত্যু হয়।”