Viral Video: বৃষ্টির আনন্দ নিতে জঙ্গলের রাস্তায় বিশালাকায় বাঘ, জমা জলেই মিটল তৃষ্ণা

TV9 Bangla Digital | Edited By: অন্বেষা বিশ্বাস

Jul 28, 2023 | 9:15 AM

Latest Viral Video: এই ভিডিয়োটি 27 জুলাই 'ন্যাশনাল টাইগার কনজারভেশন অথরিটি'-এর টুইটার হ্যান্ডেল থেকে পোস্ট করা হয়েছে। তিনি ক্যাপশনে লিখেছেন – "বৃষ্টির আওয়াজ শুনুন, এ যেন বর্ষার জাদু।" ক্লিপটি রিপোস্ট করেছেন ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস (IFS) অফিসার পারভীন কাসওয়ান।

Viral Video: বৃষ্টির আনন্দ নিতে জঙ্গলের রাস্তায় বিশালাকায় বাঘ, জমা জলেই মিটল তৃষ্ণা

Follow Us

Viral Video T0day: জঙ্গলের প্রাণীদের বিভিন্ন ভিডিয়োই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। সাধারণত শিকারের ভিডিয়োগুলি নিয়েই আলোচনা হয়। কিন্তু সেই সব ভিডিয়োর মাঝে একটি সুন্দর ভিডিয়ো ভাইরাল হয়েছে। যেখানে একটি বাঘ বর্ষার বৃষ্টিতে নিজের মনে ভিজছে। আর জল খাচ্ছে। ভিডিয়োটি প্রচুর সংখ্যক নেটিজেনের নজর কেড়েছে। 22 সেকেন্ডের এই ভিডিয়োটি দেখে আপনিও চোখ ফেরাতে পারবেন না।

ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা যাচ্ছে, বৃষ্টিতে প্রায় ভেসে গিয়েছে জঙ্গল। চারিদিকে সবুজের সমারোহ। গর্তগুলোও জলে ভর্তি। এমন অবস্থায় একটি এবড়োখেবড়ো রাস্তার ধারে একটি বাঘকে দেখা যাচ্ছে। বাঘটি মনের আনন্দে জলে থাকা জল খাচ্ছে। এই ক্লিপটি কর্ণাটকের ‘বান্দিপুর টাইগার রিজার্ভ’-এর। কর্ণাটকে অবস্থিত বান্দিপুর টাইগার রিজার্ভ 1 এপ্রিল, 2023-এ একটি প্রকল্প টাইগার রিজার্ভ হিসাবে 50 বছর পূর্ণ করেছে। দেশে বাঘের সংখ্যা দিনের পর দিন হ্রাস পেতে শুরু করেছিল। আর সেই হ্রাস পাওয়া আটকাতেই 1973 সালে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এই সংরক্ষণ শুরু করেছিলেন। প্রাথমিকভাবে যখন প্রজেক্ট টাইগার চালু করা হয়েছিল, তখন বান্দিপুরে 12টি বাঘ ছিল। বর্তমানে এখানে 173টি বাঘ রয়েছে।


এই ভিডিয়োটি 27 জুলাই ‘ন্যাশনাল টাইগার কনজারভেশন অথরিটি’-এর টুইটার হ্যান্ডেল থেকে পোস্ট করা হয়েছে। তিনি ক্যাপশনে লিখেছেন – “বৃষ্টির আওয়াজ শুনুন, এ যেন বর্ষার জাদু।” ক্লিপটি রিপোস্ট করেছেন ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস (IFS) অফিসার পারভীন কাসওয়ান। এখনও পর্যন্ত প্রচুর কমেন্ট আর শেয়ার হয়েছে। অনেকে কমেন্টও করেছেন এই ভিডিয়োয়। কেউ বলেছেন, “বাঘটি কি গর্ভবতী?” আরও এক ব্যক্তি কমেন্টে লিখেছেন, “এদের বৃষ্টিতে যেমন কষ্ট হয়, তেমন আনন্দও হয়।”

 

Next Article