Viral Video Today: বাজারে এখন সব সব্জির দামই আকাশ ছোঁয়া। টমেটোর দাম নিয়ে তো আলাদা করে আর কিছু বলারই নেই। ভারতের অনেক বড় শহরে টমেটো বিক্রি হচ্ছে 150 টাকা কেজিতে। সব্জির দাম বাড়ার পিছনে রাজনৈতিক দলগুলি একে অপরকে দোষারোপ করছে। আর সেই সঙ্গে টুইটারে এ নিয়ে প্রচুর মিম শেয়ার হচ্ছে। সব্জি কেনার সময় টমেটোর দাম শুনে অনেকেই মাথায় হাত দিচ্ছেন। এমন পরিস্থিতিতে ইনস্টাগ্রামে একটি ‘টমেটো নিয়ে গান’ ভাইরাল হচ্ছে, যা দেখলে আপনার হাসি থামবে না। টমেটোর দাম নিয়ে ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো শেয়ার করা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় মানুষ এই ভিডিয়োটি বিরাট পছন্দ করছে। আপনিও ভিডিয়োটি না দেখলে বুঝবেন না।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা যাচ্ছে, এক ব্যক্তি টমেটোর দোকানদারকে 100 টাকার নোট দিয়ে তার কাছ থেকে টমেটো কিনছেন। তার বদলে সামান্য কয়েকটি টমেটো পেয়েছেন। আর সেই নিয়েই একটি গান গেয়ে ফেলেন এক যুবক। তারপরে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে তার সঙ্গে আরও তিন যুবক যোগ দেয়। তারা গান গাইতে গাইতে নাচতে থাকে। এই চারজনের নাচের স্টেপ এবং মুখের অভিব্যক্তি দেখে আপনিও হেসে উঠবেন। টমেটো ছাড়া যে সব রান্না করা যায় না, সেগুলি কীভাবে করা হবে, সেই নিয়েই গানটি গাওয়া হয়েছে। ভিডিয়োটি এখনও পর্যন্ত 9 লাখের বেশি মানুষ লাইক করেছেন।
সাম্বার থেকে পাও ভাজি পর্যন্ত প্রায় প্রতিটি ভারতীয় খাবারেই টমেটো লাগে। টমেটোর দাম বেশি হওয়ায় এখন এই সব রান্নার কী হবে, সেটাই বলা হয়েছে। এই গানটি এক মিলিয়নেরও বেশি মানুষ শেয়ার করেছেন। ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গে প্রচুর মানুষ ভিডিয়োটিতে কমেন্ট করেছেন।