Viral Video: ভাইরাল হওয়ার চক্কর! চলন্ত মালগাড়ির ছাদে চড়ে শারীরিক কসরত দেখালেন দুই যুবক

TV9 Bangla Digital | Edited By: অন্বেষা বিশ্বাস

Jul 04, 2023 | 1:33 PM

Latest Viral Video: ভিডিয়োটি পোস্ট করার পর থেকেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তারপর থেকেই এই ভিডিয়োতে প্রচুর সংখ্য়ক মানুষ লাইক আর শেয়ার করেছেন। অনেকে অনেক কমেন্টও করেছেন।

Viral Video: ভাইরাল হওয়ার চক্কর! চলন্ত মালগাড়ির ছাদে চড়ে শারীরিক কসরত দেখালেন দুই যুবক

Follow Us

Viral Video Today: সিনেমায় নায়কদের স্টান্ট দেখে আজকাল যুবকরাও বিপজ্জনক স্টান্ট দেখাতে শুরু করেছে। আর সব কিছুই ভাইরাল হওয়ার জন্য। কিন্তু সিনেমায় দেখানো স্টান্টগুলো পেশাদার স্টান্টম্যানদের দিয়ে করানো হয়, তা ভুলে যান অনেকেই। ফলে সেই সব ভয়ানক স্টান্ট করতে গিয়েই ঘটে যায় বড় কোনও বিপদ। আপনি নিশ্চয়ই সোশ্যাল মিডিয়ায় মানুষকে বিপজ্জনক স্টান্ট করতে দেখেছেন। তার কারণে অনেক অনেকে প্রাণও হারান। কিন্তু তাতেও মানুষ এসব থেকে বিরত থাকে না। কিছু লাইক আর ভিউ-এর জন্য অনেক কিছুই করে। তেমনই একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যেখানে দুই যুবক চলন্ত মালগাড়ি ট্রেনে স্টান্ট করার চেষ্টা করেছেন। দুই যুবকই চলন্ত মালগাড়ি ট্রেনে দুই বগির মাঝখানে দাঁড়িয়ে রয়েছেন। কে কাকে হারাবে, সেই নিয়ে চলছে আসল লড়াই। ভিডিয়োটি না দেখলে বুঝবেন না।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা যাচ্ছে, দু’টি যুবক চলন্ত মালগাড়ি ট্রেনে দু’টি বগির মাঝে দাঁড়িয়ে আছে। অর্থাৎ তাদের দু’টি পা দুই মালগাড়ির বগিতে। এমন অবস্থায় দাঁড়িয়ে তারা নিজেদের পেশি দেখাচ্ছে, তার সেই নিয়েই চলছে লড়াই। ভিডিয়োটি ভাইরাল হতেই প্রচুর মানুষের নজর কেড়েছে। ভিডিয়োটি ভাইরাল হওয়ার পর পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত করেছে। এই ভিডিয়োটি ফেসবুকে পোস্ট করেছেন আদিত্য রানা নামে এক অ্যাকাউন্ট ব্যবহারকারী। পুলিশ এখনও এই দুই যুবককে খুঁজছে।


ভিডিয়োটি পোস্ট করার পর থেকেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তারপর থেকেই এই ভিডিয়োতে প্রচুর সংখ্য়ক মানুষ লাইক আর শেয়ার করেছেন। অনেকে অনেক কমেন্টও করেছেন। কেউ বলেছেন, “এমন ভয়ঙ্কর স্টান্ট করা কোনওভাবেই উচিত নয়।”

Next Article