Viral Video: শান্ত প্রাণীর শান্তি ভঙ্গ করার পরিণাম! আক্রমণ করতে গিয়ে গাধার ভয়ে এলাকা ছাড়া দুই কুকুর

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Jun 24, 2023 | 10:23 PM

Viral Video Today: রাস্তায় কয়েকটি কুকুর (Dogs) মিলে একটি গাধাকে রীতিমতো উত্যক্ত করছিল। রাগে গজগজ করতে-করতে সেই গাধাটি শেষমেশ যা কাণ্ড ঘটাল, তা দেখে হেসে কুটিপাটি খাচ্ছেন নেটপাড়ার লোকজন।

Viral Video: শান্ত প্রাণীর শান্তি ভঙ্গ করার পরিণাম! আক্রমণ করতে গিয়ে গাধার ভয়ে এলাকা ছাড়া দুই কুকুর
কুকুর আর গাধার এই লড়াই আপনাকে অবাক করবে!

Follow Us

Latest Viral Video: গাধা মানে অনেকের কাছেই তা বোকামির সমার্থক। গাধা যে কর্মঠ হতে পারে, সে-ও যে শক্তিশালী হতে পারে, তাকে যে বোকা বানাবে তার প্রতিও ক্ষোভ প্রকাশ করতে পারে, গাধা সম্পর্কে এই সব বিষয়গুলি মানুষ ভাবতেই পারে না। সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিয়ো খুব ভাইরাল হয়েছে, যা গাধার (Donkey) প্রতি আপনার ধারণাকে সম্ভবত বদলে দেবে। রাস্তায় কয়েকটি কুকুর (Dogs) মিলে একটি গাধাকে রীতিমতো উত্যক্ত করছিল। রাগে গজগজ করতে-করতে সেই গাধাটি শেষমেশ যা কাণ্ড ঘটাল, তা দেখে হেসে কুটিপাটি খাচ্ছেন নেটপাড়ার লোকজন।

ঝাড়খণ্ডের ডেপুটি কালেক্টর সঞ্জয় কুমার টুইটারে সর্বদা সক্রিয়। তিনি কখনও মজাদার কিছু ভিডিয়ো শেয়ার করেন, কখনও আবার এমন কিছু শেয়ার করেন, যা থেকে জীবনে অনেক কিছুই শেখার থাকে। সদ্য ভাইরাল হওয়া ভিডিয়োটিও তিনি প্রকাশ করেছেন। সাধারণত আমরা দেখি, কুকুর যতটা বুদ্ধিমান, গাধা কিন্তু ততটা নয়। এই ভিডিয়ো যেন উলটপুরাণের গল্পটাই বলে দিয়ে গেল।


ভিডিয়োতে দেখা গেল, দুটি কুকুর বড্ড বিরক্ত করছে একটি গাধা। রাস্তার মধ্যেই ঘটছে ঘটনাটি। গাধাটা সে সময় রাস্তায় আরাম করে দাঁড়িয়েছিল। এক্কেবারে শান্ত, কারও কোনও ক্ষতি করছিল না গাধাটি। কিন্তু তারপরেও কুকুরগুলো তার সঙ্গে নোংরামি করতে শুরু করে। প্রথমে ঘেউ ঘেউ করে, তারপর তাকে কামড়ানোর চেষ্টা করে। ব্যস! তাতেই গাধাটি রেগে লাল হয়ে যায়। প্রচণ্ড বিরক্ত হয়ে কুকুর দুটিকে পাল্টা আক্রমণ করে গাধাটি।

ভিডিয়োর ক্যাপশনে লেখা হয়েছে, ‘অকারণে কারও শান্তি ভঙ্গ করবেন না!’ গাধা শান্ত প্রকৃতির হতে পারে। কিন্তু সে যে আকারে তাদের থেকে বড় তা ভুলে গিয়েছিল কুকুর দুটি। রেগে গিয়ে একটি কুকুরের পা নিজের মুখে করে ধরে মাটিতে ফেলে দেয় ক্ষিপ্ত গাধাটি। তারপরে টুক টুক করে কেটে পড়ে ওই দুটি কুকুরই। ব্যাপক ভাইরাল হয়েছে এই ভিডিয়ো। নেটিজ়েনরা মজা করে অনেক কিছুই লিখেছেন ভিডিয়োতে।

Next Article