Viral Video: এক সিংহীর জন্য রক্তারক্তি কাণ্ড ঘটাল দুই বিশাল সিংহ! ভাইরাল সেই রোমহর্ষক লড়াই

TV9 Bangla Digital | Edited By: অন্বেষা বিশ্বাস

Jul 16, 2023 | 9:15 AM

Latest Viral Video: ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় প্রচুর সংখ্যক মানুষের নজর কেড়েছে। এখনও পর্যন্ত অনেক লাইক আর শেয়ার হয়েছে। প্রচুর মানুষ কমেন্টও করেছেন। এক ব্যক্তি কমেন্টে লিখেছেন, "একটি সিংহীকে পেতে এভাবে তারা নিজেদের মধ্যে লড়াই করতে পারে, তা ভাবাই যায় না।"

Follow Us

Viral Video Today: জঙ্গলের রাজা অর্থাৎ সিংহের অনেক ভিডিয়োই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। কখনও মজার অনেক ভিডিয়ো চোখে পড়ে। আবার কখনও শিকার করার অনেক ভিডিয়ো সামনে আসে। কিন্তু এই সব কিছুর মধ্যে এমন একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে, যেখানে একটি সিংহী পেতে, সিংহের দল লড়াই করছে। কিন্তু অবশেষে নিজেকে রাজা প্রমাণ করতে গিয়ে, দু’টি সিংহের এমন অবস্থা হল, যা আপনি ভাবতেও পারবেন না। বাস্তব জীবনে এমন দৃশ্য আপনি কমই দেখেছেন। ভিডিয়োটি দেখলে আপনার চোখ কপালে উঠতে বাধ্য। ইউটিউবে ‘Lion Flight’ নামে একটি অ্যাকাউন্ট থেকে দু’টি সিংহের লড়াইয়ের এই ভিডিয়ো পোস্ট করা হয়েছে।

এই ভিডিয়োতে দেখা যাচ্ছে, একটি সিংহীকে পাওয়ার জন্য দুই সিংহই একে অপরের উপর ঝাঁপিয়ে পড়ে। সিংহটিকে সিংহীর কাছে বসে থাকতে দেখে, অন্য সিংহ রেগে গিয়ে ছুটে গিয়ে আক্রমণ করে। তখনই সিংহীকে সেখান থেকে ছুটে আসতে দেখা যায়। দুই সিংহের গর্জন ও লড়াইয়ে সিংহীটি সেখান থেকে পালিয়ে যায়। যদিও লড়াইয়ে একটি সিংহকে দুর্বল হতে দেখা গিয়েছে। এই লড়াইয়ে সে এতটাই আহত হয় যে, তাঁর মুখ দিয়ে রক্ত ​​বেরতে থাকে। অন্য সিংহটি এই লড়াইয়ে জিতে যায়। এর মাঝে কয়েকটি সিংহী এসে তাদের থামানোর চেষ্টা করে। কিন্তু তাতেই বিশেষ কোনও লাভ হয় না। বরং তাদের এমন লড়াইয়ে সিংহীগুলি সেই জায়গা থেকে চলে যেতে বাধ্য় হয়।


ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় প্রচুর সংখ্যক মানুষের নজর কেড়েছে। এখনও পর্যন্ত অনেক লাইক আর শেয়ার হয়েছে। প্রচুর মানুষ কমেন্টও করেছেন। এক ব্যক্তি কমেন্টে লিখেছেন, “একটি সিংহীকে পেতে এভাবে তারা নিজেদের মধ্যে লড়াই করতে পারে, তা ভাবাই যায় না।”

Viral Video Today: জঙ্গলের রাজা অর্থাৎ সিংহের অনেক ভিডিয়োই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। কখনও মজার অনেক ভিডিয়ো চোখে পড়ে। আবার কখনও শিকার করার অনেক ভিডিয়ো সামনে আসে। কিন্তু এই সব কিছুর মধ্যে এমন একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে, যেখানে একটি সিংহী পেতে, সিংহের দল লড়াই করছে। কিন্তু অবশেষে নিজেকে রাজা প্রমাণ করতে গিয়ে, দু’টি সিংহের এমন অবস্থা হল, যা আপনি ভাবতেও পারবেন না। বাস্তব জীবনে এমন দৃশ্য আপনি কমই দেখেছেন। ভিডিয়োটি দেখলে আপনার চোখ কপালে উঠতে বাধ্য। ইউটিউবে ‘Lion Flight’ নামে একটি অ্যাকাউন্ট থেকে দু’টি সিংহের লড়াইয়ের এই ভিডিয়ো পোস্ট করা হয়েছে।

এই ভিডিয়োতে দেখা যাচ্ছে, একটি সিংহীকে পাওয়ার জন্য দুই সিংহই একে অপরের উপর ঝাঁপিয়ে পড়ে। সিংহটিকে সিংহীর কাছে বসে থাকতে দেখে, অন্য সিংহ রেগে গিয়ে ছুটে গিয়ে আক্রমণ করে। তখনই সিংহীকে সেখান থেকে ছুটে আসতে দেখা যায়। দুই সিংহের গর্জন ও লড়াইয়ে সিংহীটি সেখান থেকে পালিয়ে যায়। যদিও লড়াইয়ে একটি সিংহকে দুর্বল হতে দেখা গিয়েছে। এই লড়াইয়ে সে এতটাই আহত হয় যে, তাঁর মুখ দিয়ে রক্ত ​​বেরতে থাকে। অন্য সিংহটি এই লড়াইয়ে জিতে যায়। এর মাঝে কয়েকটি সিংহী এসে তাদের থামানোর চেষ্টা করে। কিন্তু তাতেই বিশেষ কোনও লাভ হয় না। বরং তাদের এমন লড়াইয়ে সিংহীগুলি সেই জায়গা থেকে চলে যেতে বাধ্য় হয়।


ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় প্রচুর সংখ্যক মানুষের নজর কেড়েছে। এখনও পর্যন্ত অনেক লাইক আর শেয়ার হয়েছে। প্রচুর মানুষ কমেন্টও করেছেন। এক ব্যক্তি কমেন্টে লিখেছেন, “একটি সিংহীকে পেতে এভাবে তারা নিজেদের মধ্যে লড়াই করতে পারে, তা ভাবাই যায় না।”

Next Article