পছন্দের স্যান্ডউইচ খেতে লকডাউনের মধ্যে ১৩০ কিলোমিটার পাড়ি, তাও আবার হেলিকপ্টারে!

Sohini chakrabarty |

Mar 14, 2021 | 9:46 AM

ব্রিটেনের এই ব্যক্তির কাণ্ডকারখানা দেখে অবাক নেটিজ়েনরা।

পছন্দের স্যান্ডউইচ খেতে লকডাউনের মধ্যে ১৩০ কিলোমিটার পাড়ি, তাও আবার হেলিকপ্টারে!
ইনস্টাগ্রামে প্রায় চার হাজার ভিউ হয়েছে এই ভিডিয়োর।

Follow Us

আপনি কি স্যান্ডউইচ খেতে ভালবাসেন? পছন্দের এই খাবার খাওয়ার জন্য আপনি ঠিক কতদূর যেতে পারবেন? আপনি কতটা পথ পাড়ি দেবেন তা অবশ্য জানা নেই। তবে ব্রিটেনের এক ব্যক্তি পাড়ি দিয়েছেন ১৩০ কিলোমিটার। তাও আবার হেলিকপ্টারে চড়ে এবং লকডাউনের সময়।

আরও পড়ুন- চার মিউজিশিয়ানের অদ্ভুত এক্সপ্রেশন! হেসে গড়াচ্ছে নেট দুনিয়া, মিম শেয়ার করলেন স্মৃতি ইরানিও

করোনা পরিস্থিতিতে লকডাউনের জেরে সত্যিই দেখা গিয়েছে বিভিন্ন কারনে মানুষে ঠিক কতটা ‘এক্সট্রিম’- এ যেতে পারেন। এর আগেও শোনা গিয়েছিল, ব্রিটেনের এক মহিলা লকডাউনের নিয়মবিধি ভেঙে ১০০ মাইল সফর করেছিলেন। লক্ষ্য ছিল ম্যাকডোনাল্ডের বার্গার খাওয়া। পরে অবশ্য ব্রিটেন পুলিশ ওই মহিলার থেকে মোটা টাকা জরিমানা আদায় করেছিল। এবার ফের আবার এক খাদ্যরসিকের খোঁজ পাওয়া গেল সেই ব্রিটেনেই।

ইউনাইটেড কিংডমের একটি ফার্ম শপ রয়েছে যারা অরগ্যানিক এবং ফার্ম ফ্রেশ খাবার বিক্রি করে। এখানকার বেকারি প্রোডাক্ট রীতিমতো বিখ্যাত। একবার এখান থেকে খাবার কিনলে, বারবার ফিরে আসেন ক্রেতারা। এই দোকানের স্যান্ডউইচই ওই ব্যক্তির বড় পছন্দের। কিন্তু লকডাউনের কারণে অনেকদিন প্রিয় খাবার খাওয়া হয়নি তাঁর। তাই আর অপেক্ষা করতে না পেরে দোকানে অর্ডার দিয়ে হেলিকপ্টার নিয়ে পছন্দের স্যান্ডউইচ সংগ্রহ করতে বেরিয়ে পড়েন ওই ব্যক্তি।

ওই ফার্ম শপের পক্ষ থেকেই ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো শেয়ার করা হয়েছে। সেখানে দেখা গিয়েছে, একটি মাঠের উপর হেলিকপ্টার নিয়ে এসে দাঁড়িয়েছেন ওই ব্যক্তি। দোকান থেকে একজন ডেলিভারি বয় এসে তাঁর হাতে দিয়ে গিয়েছে স্যান্ডউইচের প্যাকেট। অর্ডার ডেলিভারি পেয়ে ফের হেলিকপ্টার নিয়ে উড়ে গিয়েছেন ওই ব্যক্তি। ইনস্টাগ্রামে প্রায় চার হাজার ভিউ হয়েছে এই ভিডিয়োর।

Next Article