আমাদের প্রতিদিনের জীবনের সাধারণ ঘটনা নিয়ে মিম তৈরি হওয়া, আর নিমেষেই তা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যাওয়া, আজকাল এমনটা হামেশাই ঘটে। তবে ইদানীং সোশ্যাল মিডিয়ার প্রায় সব মাধ্যমে যে ভিডিয়ো ঘুরছে তার মতো ভাইরাল বোধহয় সাম্প্রতিককালে খুব কম ভিডিয়োই হয়েছে।
Hackers, when they get access to an account due to a weak password: pic.twitter.com/ueCM4braay
— Mumbai Police (@MumbaiPolice) March 13, 2021
২৪ সেকেন্ডের ভিডিয়ো ক্লিপ দেখে হাসতে হাসতে পেটে খিল ধরে যাচ্ছে সকলের। দেখা গিয়েছে, একটি স্টেজে বসে রয়েছেন চারজন। পরনে লাল কুর্তা। গলায় উত্তরীয়। কারও সাদা, কারও বা কমলা। সামনে স্তূপ করে রাখা গাঁদাফুলের মালা। সেই সঙ্গে রয়েছে হারমোনিয়াম, তবলা আর বেশ কয়েকটি মাইক। এক ব্যক্তি হারমোনিয়াম বাজাচ্ছেন। তাঁকে তবলায় সঙ্গ দিচ্ছেন আর একজন। এছাড়াও আর এক ব্যক্তিকে করতাল বাজাতে দেখা গিয়েছে। তাঁদের সঙ্গে রয়েছেন আরও একজন।
আরও পড়ুন- পছন্দের স্যান্ডউইচ খেতে লকডাউনের মধ্যে ১৩০ কিলোমিটার পাড়ি, তাও আবার হেলিকপ্টারে!
Jeera when you put it in hot oil. pic.twitter.com/9mIU7qKNIg
— Pakchikpak Raja Babu (@HaramiParindey) March 12, 2021
শুনে সাধারণ ব্যাপার মনে হলেও, এই ভিডিয়ো দেখলে না হেসে থাকা যাবে না। কারণ যতটা অদ্ভুত ভাবে ওই চারজন বাদ্যযন্ত্রগুলো বাজাচ্ছেন, তার চেয়েও সাংঘাতিক তাঁদের অঙ্গভঙ্গি। এক একজনের অভিব্যক্তি দেখে হেসে গড়াতে বাধ্য হবেন আপনি। যেন হাস্যকর ‘এক্সপ্রেশন’ দেওয়ার প্রতিযোগিতা চলছে। এ বলে আমায় দ্যাখ, তো ও বলে আমায়। মাথা ঝাঁকিয়ে, গলা কাঁপিয়ে ওই চারজন যে ঠিক করতে চেয়েছেন, বোধগম্য হয়নি কারও।
How employees perform in March.?#मार्चक्लोज़िंग pic.twitter.com/K8NXXhNUyH
— Awanish Sharan (@AwanishSharan) March 12, 2021
কিন্তু তাতে কী। বুঝতে না পারলেও ২৪ সেকেন্ডের ওই ক্লিপ দেখে মজা পেয়েছে গোটা দেশ। মুম্বই পুলিশ থেকে শুরু করে কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি, মিমের মজায় মেতেছেন সকলেই। এমনকি রান্নায় ফোড়ন দেওয়ার প্রসঙ্গেও এই চার ‘মিউজিশিয়ান’- এর সঙ্গে মিল পেয়েছেন অনেকে। মজাদার এই ভিডিয়ো শেয়ার করে অনেকেই লিখেছেন, ‘গরম তেলে জিরে ফোড়ন দিলে ঠিক এমন ভাবেই ফুটতে থাকে। কখন কী হবে বোঝা যায় না।’
When you want to be rockstars but parents force you to learn classical. pic.twitter.com/xkL5Qv5tvm
— Amit A (@Amit_smiling) March 12, 2021
মুম্বই পুলিশ আবার বলছে, ‘দুর্বল পাসওয়ার্ডের কারণে যখন হ্যাকাররা কারও অ্যাকাউন্টের অ্যাকসেস পেয়ে যায়, তখন ঠিক এভাবেই উচ্ছ্বাস প্রকাশ করে তারা।’ কেউবা বলেছেন, ‘যখন ছেলেমেয়ে রকস্টার হতে চায় আর মা-বাবা ক্লাসিকাল গান শিখতে বলে তখন এমনটাই হয়।’ আর একজনের কথায়, ‘মার্চ মাসে সব সংস্থার কর্মীরা ঠিক এভাবেই উত্তেজিত হয়ে পারফরম্যান্স দেন।’ এই ভিডিয়ো ইনস্টাগ্রামে শেয়ার করেছেন স্মৃতি ইরানিও।
সবকিছুর সঙ্গে বিশেষ করে নজর কেড়েছে ওই চারজনের মধ্যে এক ব্যক্তির ঝাঁকড়া চুল। অনেকেই বলেছেন, ‘এমন হেয়ারস্টাইল নিঃসন্দেহে ফ্যাশন ম্যাগাজিনে জায়গা করে নেবে।’