সোশ্যাল মিডিয়ায় প্রায়শই বিভিন্ন অদ্ভুত সব রেস্টুরেন্ট বা হোটেলের ভিডিয়ো ভাইরাল হয়। এমনকি কখনও কখনও ভাইরাল হয় রেস্টুরেন্টের খাবারও। কিন্তু এবার এমন একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যা আপনি নজর কাড়তে বাধ্য। রেস্তোরাঁটি সুসজ্জিত, আর মেঝেতে প্রচুর জল। তার মাঝেই রাখার চেয়ার টেবিল। কিন্তু আপনাকে প্রথমেই যা অবাক করবে, তা হল মেঝেতে সাঁতার কাটছে প্রচুর মাছ। তারই মাঝে জলে পা ডুবিয়ে খাবার খেতে হবে মানুষকে। আগে কখনও দেখেছেন এমন ভিডিয়ো?
ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা যাচ্ছে, একটি রেস্তোরাঁর ভিতরের দৃশ্য দেখানো হয়েছে, যেখানে মেঝেটি একটি অ্যাকোরিয়ামের মতো করে তৈরি করা হয়েছে। তার তাতেই সাঁতার কাটছে প্রচুর রং বেরঙের মাছ। এসবের মাঝে চেয়ার ও টেবিলও রয়েছে। এতে মানুষ বসে খাবারও খেতে পারবে। আর তাদের পায়ের কাছ থেকে মাছেরা সাঁতারও কাটবে। যারা মাছ ভালোবাসেন তাদের কাছে এটি একটি স্বর্গ। এই রেঁস্তোরার নাম ‘সুইট ফিশ ক্যাফে’, যা থাইল্যান্ডে রয়েছে।
Bir balık restoranı için ilginç bir tasarım, bu şirin canlılara bakarak arkadaşlarını nasıl yiyebilirsiniz ki. ☺️ pic.twitter.com/RLUhYZIAln
— 10/10 Mimari (@1010mimari) November 8, 2021
এই অনন্য রেঁস্তোরার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ঝড়ের বেগে ভাইরাল হচ্ছে। ভিডিয়োটি টুইটারে @gunsnrosesgirl3 নামের আইডি দিয়ে শেয়ার করা হয়েছে। মাত্র 18 সেকেন্ডের এই ভিডিয়োটি এখনও পর্যন্ত 13 মিলিয়ন বা 1.3 কোটির বেশি ভিউ হয়েছে, অন্যদিকে 70 হাজারেরও বেশি মানুষ ভিডিয়োটি লাইক করেছেন। প্রচুর মানুষ কমেন্ট করেছেন। এক ব্যক্তি কমেন্টে লিখেছেন, “মেঝে পরিষ্কার করতে করতে ক্লান্ত হয়ে গিয়েছেন বোধহয় সেখানকার কর্মচারীরা। ফলে এমন একটা মেঝে বানিয়ে নিয়েছেন।” আরও একজন লিখেছেন, “আমার তো ভেবেই ভাল লাগছে। পায়ের কাছ থেকে মাছ চলাফেরা করবে।”