Watch: বন্দে ভারত এক্সপ্রেসে বাঁশিতে ‘বন্দে মাতরম’ সুর তুললেন স্কুলপড়ুয়া, নেটিজ়েনরা মুগ্ধ

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Nov 12, 2022 | 8:02 PM

Vande Mataram On Flute Video: বন্দে ভারত এক্সপ্রেসের একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় খুব ভাইরাল হয়েছে। মানুষের মন জিতে নিয়েছে সেই ভিডিয়ো। তবে তা ট্রেনের কারণে নয়। অনবদ্য সুরে একটি দেশাত্মবোধক গান গেয়েছেন এক বাঁশিওয়ালা।

Watch: বন্দে ভারত এক্সপ্রেসে বাঁশিতে বন্দে মাতরম সুর তুললেন স্কুলপড়ুয়া, নেটিজ়েনরা মুগ্ধ
বন্দে ভারত এক্সপ্রেসে বন্দে মাতরম!

Follow Us

Latest Viral Video: গত ১১ নভেম্বর পথচলা শুরু করেছে দেশের পাঁচ নম্বর বন্দে ভারত এক্সপ্রেসটি। দেশের পঞ্চম এবং দক্ষিণ ভারতের প্রথম এই বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এখন সেই স্পেশ্যাল ট্রেনের একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় খুব ভাইরাল হয়েছে। মানুষের মন জিতে নিয়েছে সেই ভিডিয়ো। কারণ, অনবদ্য সুরে একটি দেশাত্মবোধক গান গেয়েছেন এক বাঁশিওয়ালা।

IRAS অফিসার অনন্ত রূপানাগুড়ি এই ভিডিয়োটি টুইটারে শেয়ার করেছেন। সেখানে দেখা গিয়েছে, এক পড়ুয়া ‘বন্দে মাতরম’ গানে বাঁশিতে সুর তুলেছেন। আর সেই সুর শুনে নেটিজ়েনরা মুগ্ধ। ভিডিয়োর ক্যাপশনে লেখা হয়েছে, “অপরামেয় শেষাদ্রি নামে দ্বাদশ শ্রেণীর এক পড়ুয়া বাঁশিতে বন্দে মাতরম গানটি অনবদ্য সুরে তুলেছেন।”


ব্যাপক ভাইরাল হয়েছে এই ভিডিয়ো। খুব অল্প সময়ের মধ্যেই ভিডিয়োটির ভিউ প্রায় ৭ হাজার ছাপিয়ে গিয়েছে এবং বহু মানুষ প্রতিক্রিয়া জানিয়েছেন এই ভিডিয়োতে। অপরামেয়র প্রতিভার প্রশংসায় পঞ্চমুখ মানুষজন। কেউ কেউ আবার বন্দে ভারত এক্সপ্রেসের ইন্টিরিয়ার ডিজ়াইন এবং সিটের কথা বলেছেন।

বন্দে ভারত ট্রেনটি মাত্র ৬ ঘণ্টা ৪০ মিনিটের মধ্যেই ৪৭৯ কিলোমিটার দূরত্ব কভার করতে পারে। নতুন ট্রেনটি চালু হওয়ার ফলে দক্ষিণের রাজ্যগুলিতে মানুষের যাতায়াত আরও সহজ হবে এবং বাণিজ্যিক কার্যক্রমও ব্যাপক ভাবে উন্নত হবে।

Next Article