Viral Video Today: বর্তমানে বাজারে যে সব শাকসবজি পাওয়া যায়, তার বেশিরভারটাই রঙ করা। তাই খাওয়ার আগে ভাল করে গরম জলে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রেখে, তা রান্না করার পরামর্শ দেন ডাক্তাররাও। সবজিকে সতেজ দেখানোর জন্য বিভিন্ন রকম রাসায়নিক ব্য়বহার করা হচ্ছে। তার অনেক ভিডিয়োই সোশ্যাল মিডিয়ায় প্রতিনিয়ত ভাইারল হয়। কিন্তু তাতেও সচেতন নয় মানুষ। তবে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এমনই একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে, যা দেখলে আপনি হতবাক হবেন। এক সবজি বিক্রেতা, সবজিকে সতেজ দেখানোর জন্য ড্রেনের জলেই ধুয়ে সেগুলিকে বাকি সব সবজির সঙ্গে মিশিয়ে দিচ্ছেন। শুনেই চমকে উঠলেন তো? ভিডিয়োটি দেখে আপনি ক্ষোভে ফেটে পড়বেন।
ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা যাচ্ছে, এক সবজি বিক্রেতা হাতে সবজি ধরে আছেন। আর একটি ড্রেনের সামনে বসে আছেন। ওই ড্রেনে টমেটো, লঙ্কা সহ আরও অনেক সবজি ফেলে পরিষ্কার করছেন। প্রথমে সবজি বিক্রেতা ওই ড্রেনের নোংরা জলে টমেটো ও বাঁধাকপি ধুয়ে বাকি সবজির সঙ্গে মিশিয়ে দেন। কাঁচা লঙ্কা, বাঁধাকপিসহ আরও অনেক ধরনের সবজি তখনও ড্রেনে রয়েছে। আর সেখানেই উপস্থিত এক ব্যক্তি এই পুরো কাণ্ডটি ভিডিয়ো করেছেন।
Posting without comment pic.twitter.com/WcU1Jyeolx
— Gopal Goswami (@igopalgoswami) July 10, 2023
ঘটনাটি মহারাষ্ট্রের ভিওয়ান্ডির। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই ভিডিয়োটি নিয়ে নেটিজ়েনদের মধ্যে হৈ চৈ পড়ে গিয়েছে। এটি @igopalgoswami টুইটার অ্যাকাউন্ট থেকে রিটুইট করা হয়েছে। ভাইরাল হওয়ার পরই অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে IPC-এর 273 ধারায় একটি মামলাও নথিভুক্ত করা হয়েছে। এখনও পর্যন্ত প্রচুর কমেন্ট ও শেয়ার হয়েছে এই ভিডিয়ো। অনেকে অনেক কমেন্টও করেছেন। কেউ বলেছেন, “কেউ কীভাবে এমন কাজ করতে পারে।”