Viral Video Today: গত কয়েকদিন ধরে দিল্লি মেট্রোর অনেক ভিডিয়ো ভাইরাল হচ্ছে। দিল্লি মেট্রোর ভিতর চুম্বন থেকে নাচ, এমন অনেক ভিডিয়োই সামনে আসছে। কখনও কেউ এক বালতি জল নিয়ে মেট্রোয় উঠছে। আর কখনও হনুমান নিয়ে। এমনকী দিল্লি মেট্রোর তরফে একের পর এক নির্দেশিকা জারি করেও কিছু হচ্ছে না। সম্প্রতি এমন একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে, যা দেখলে আপনার চোখ কপালে উঠতে বাধ্য। দিল্লি মেট্রোর প্ল্যাটফর্মে এমন কিছু দেখা গিয়েছে, যা দেখে সবাই হতবাক।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই ভিডিয়োটি দিল্লি মেট্রোর ম্যাজেন্টা লাইনের। এখানে ভিএফএক্সের মাধ্যমে এমন কিছু দেখানো হয়েছে, যা দেখতে এলিয়েনের মতো। ভিএফএক্সের মাধ্যমে দেখানো দৃশ্যটি দেখে একেবারে সত্যিকারের রোবট বলে মনে হবে। তার হাতে একটি তলোয়ার রয়েছে এবং তাকে তলোয়ার যুদ্ধ করতে দেখা যাচ্ছে। আসলে, এই মেট্রো স্টেশনে দাঁড়িয়ে মেট্রো স্টেশনের বন্ধ গেটের সামনে তাকে তার তলোয়ার দেখিয়ে বিভিন্ন ভঙ্গি করতে দেখা যায়। আর সেই দৃশ্য দেখে অধিকাংশ নেটিজেন চমকেছে।
Something’s wrong at Delhi Metro Station!…#VFX #cgi pic.twitter.com/1UkcEEmY0y
— Taran Stark (@TaranStingVFX1) July 29, 2023
ভিডিয়োটি পোস্ট করার সঙ্গে সঙ্গেই ঝড়ের বেগে ভাইরাস হয়েছে। অনেকে অনেক কমেন্টও করেছেন এই ভিডিয়োয়। এখনও পর্যন্ত অনেক লাইক আর শেয়ার হয়েছে। একজন মজার ছলে কমেন্টে লিখেছেন, “আমি প্রথমে দেখেই চমকে গিয়েছিলাম। ভাবলাম এমন কী করে সম্ভব?” গত কয়েকদিন ধরে দিল্লি মেট্রোর অনেক ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় খুব ভাইরাল হয়েছে। মেট্রোর ভিতরে দম্পতিকে চুমু খাওয়ার পরে, মেয়েদের পোল ডান্স করার ভিডিয়ো ভাইরাল হয়েছিল। সেই ভিডিয়োকে কেন্দ্র করে অনেক সমালোচনাও হয়েছে।