Viral Video Today: সোশ্যাল মিডিয়ায় প্রায় প্রতিদিনই প্রাণীদের মধ্যে মারামারির অনেক ভিডিয়ো ভাইরাল হয়। কখনও কোনও ভিডিয়ো এমন থাকে, যা দেখে অবাক হওয়া ছাড়া আর কোনও উপায় থাকে না। কখনও আবার কিছু ভিডিয়ো দেখে চোখ কপালে উঠতে বাধ্য হয়। তেমনই একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যা দেখলে আপনি চমকে উঠবেন। জঙ্গলে কুমিরকে এমনিতেই সবাই ভয় করে চলে। কোনও প্রাণী জল খেতে নদীতে নামার সময় প্রাণের ভয় নিয়ে নামে। সেখানে একটি কুমিরকে পেয়ে জলহস্তির দল, তাকে নিয়ে যা করল, তা দেখে আপনি হতবাক হবেন।
ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা যাচ্ছে, একদল জলহস্তি জলে নেমেছে স্নান করতে। সেই ঠিক সময় তারা একটি কুমিরকে দেখতে পেয়ে হামলা শুরু করেছে। আর এত জলহস্তির মাঝে কুমিরটিও নিজেকে বাঁচানোর চেষ্টা করে চলেছে। এক জলহস্তি প্রথমে জল থেকে কুমিরটিকে টেনে বের করেছে। তারপর কুমিরটি যতই লড়াই করুন না কেন, জলহস্তির দল কোনও মতেই কুমিরটিকে ছাড়তে রাজি নয়। এভাবে অনেকক্ষণ লড়াই চালানোর পর কুমিরটি হার মেনে গেল। তারপরে যদিও ভিডিয়োটি শেষ হয়ে গিয়েছে। ফলে শেষ পরিণতি কী হল, তা দেখা যায়নি।
ভিডিয়োটি পোস্ট করতেই প্রচুর সংখ্যক মানুষ সেটি লাইক আর শেয়ার করেছে। এমন ভিডিয়ো প্রায়ই ভাইরাল হয়। অতীতে এমনই একটি ভিডিয়ো ভাইরাল হয়েছিল, যেখানে একটি জাগুয়ার কয়েক মুহূর্তের মধ্যে সহজেই একটি কুমির শিকার করেছিল। সেই ভিডিয়োতে দেখা গিয়েছিল, জলে ঢোকার পর জাগুয়ার কুমিরটিকে পরাজিত করে ধরে ফেলে এবং বের করে আনে।