Viral Video Today: জঙ্গলের প্রাণীদের জীবন বাঁচানোর জন্য প্রতিনিয়ত লড়াই করে যেতে হয়। কখনও নিজেদের সন্তানদের রক্ষার তাগিদে, আবার কখনও খাবার খুঁজতে গিয়ে। কোন শিকারী প্রাণী কোথায় অপেক্ষা করে বসে আছে, তা কেউই জানে না। জলের কুমির আর বনের বাঘ, সিংহদের থেকে সবাই দুরত্ব বজার রেখেই চলে। আর এমনিতেই কুমির জলের ভয়ানক শিকারী। কুমিরের চোয়ালে কোনও প্রাণী আটকে গেলে, তের পক্ষে পালানো কঠিন হয়ে যায়। সোশ্যাল মিডিয়ায় হরিণ আর কুমিরের একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে, যেখানে একটি হরিণ জল খেতে এসেছিল। হরিণটি কোনও মতেই বুঝতে পারেনি একটি ভয়নক বিপদ তা জন্য অপেক্ষা করে আছে। জলে মুখ ঠেকাতেই একটি কুমির জল থেকে উঠে আসে। তারপরে এমন কিছু হয় যা দেখলে আপনি শিউরে উঠবেন।
ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা যাচ্ছে, একটি হরিণ জল খেতে এসেছে একটি নদীতে। প্রথমে কয়েক সেকেন্ড ভাল করে দেখে নিয়ে জলে মুখটা ঠেকাতেই, জল থেকে উঠে এল প্রকান্ড এক কুমির। সেই কুমিরটিকে দেখেই হরিণটি চমকে ওঠে। আর এক লাফে সেখান থেকে দৌড় দেয়। হরিণের ওভাবে লাফ দেওয়া দেখে আপনি চমকে উঠবেন। কথাতেই আছে রাখে হরি তো মারে কে। এই ভিডিয়োটিই তার সবথেকে বড় প্রমাণ।
ভিডিয়োটি 6 মে ইনস্টাগ্রাম হ্যান্ডেল @clipsthatgohard থেকে পোস্ট করা হয়েছে। এখনও পর্যন্ত 17 লাখ ভিউ এবং 57 হাজারেরও বেশি লাইক পেয়েছে। মাত্র 12 সেকেন্ডের এই ভিডিয়োটি অধিকাংশ নেটিজ়েনের নজর কেড়েছে। আর তারপর থেকেই ঝড়ের বেগে ভাইরাল হয়েছে এই ভিডিয়ো। অনেকে অনেক কমেন্টও করেছেন ভিডিয়োটিতে। কেউ বলেছেন, “কয়েক সেকেন্ডের জন্য হরিণটি প্রাণে বেঁচে গেল।” আরও এক ব্যক্তি কমেন্ট করেছেন, “জঙ্গলের প্রাণীদের এভাবেই দিনের পর দিন ভয়ে ভয়ে বেঁচে থাকতে হয়।”