Viral Video Today: বাড়ির পোষ্য় কুকুরটির সাধ দেওয়া থেকে শুরু করে জন্মদিন, অনেক কিছুই সোশ্য়াল মিডিয়ায় ভাইরাল হয়। আর বর্তমানে বাড়ির ছোট্ট পাষ্যটিকে খুশি করার জন্য মানুষ কত কী-ই না করছে। কখনও দেখা যায়, পোষ্যের জন্মদিনে রাস্তার সমস্ত কুকুরকে খাওয়ানো হচ্ছে। আবার কখনও তার পছন্দের সব খাবার এনে হাজির করা হয়, তার সামনে। কিন্তু বর্তমানে এমন একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে, যেখানে একটি পোষ্য়ের জন্মদিন পালন হচ্ছে তার সব বন্ধু বান্ধবদের নিয়ে। তাদের পছন্দের সব খাবার, কেকে এনে হাজির করা হয়েছে একটি টেবিলে। আর সাজানোও হয়েছে মাথায় টুপি পরিয়ে। টেবিলে সমস্ত লোভনীয় সব খাবার সাজানো। আর তারাও চেয়ারে শান্তভাবে বসে। কখন তাদের খেতে দেওয়া হবে, এই অপেক্ষায়। ভিডিয়োটিতে ছোট্ট ছোট্ট পোষ্য়গুলিকে দেখলে আপনার মুখে হাসি আসতে বাধ্য।
এই পোস্টটি @buitengebieden নামের হ্যান্ডেল থেকে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছে। আর তারপরই প্রচুর নেটিজ়েনের নজর কেড়েছে এই ভিডিয়ো। ভিডিয়োয় দেখা যাচ্ছে, একটি ঘরকে খুব সুন্দর করে সাজানো হয়েছে। টেবিলে অনেক খাবার সাজানো। আর চেয়ারে 10টি কুকুর শান্তভাবে বসে আছে। সবাই গলায় স্কার্ফ পরেছে এবং যার জন্মদিনে সে একটি ব্যান্ড আর টুপি পরেছে। ক্যামেরার পেছনে দাঁড়িয়ে কিছু মানুষ জন্মদিনের গান গাইতেও শোনা যাচ্ছে। গান শুনতেই তারা অবাক চোখে মুখে হাসি নিয়ে দেখতে শুরু করল। ভিডিয়োটি শেয়ার হতেই ঝড়ের বেগে ভাইরাল হয়েছে এই ভিডিয়ো।
Surprise birthday party with her best friends.. ? pic.twitter.com/J8EofI6FYE
— Buitengebieden (@buitengebieden) May 3, 2023
এখনও পর্যন্ত এই ভিডিয়োটিতে 2 লাখের বেশি ভিউ হয়েছে। এছাড়া 8 হাজারেরও বেশি মানুষ লাইক করেছেন। অনেকে কমেন্টও করেছেন এই সুন্দর ভিডিয়োটি দেখে। একজন লিখেছেন, “কী চমৎকার পার্টি। আমি আগে কখনও এমন দেখিনি।” আরও একজন কমেন্ট করেছেন, “কুকুরগুলো কী শান্তভাবে বসে আছে। তা দেখেই ভাল লাগছে।”