Viral Video Today: ইন্টারনেটে কত কিছুই না ভাইরাল হয়, যা দেখে চোখ কপালে ওঠার জোগাড় হয় নেটিজ়েনদের। দৈত্যাকার ব্যাঙ দেখেছেন কখনও? আপনার মনে হতেই পারে, দৈত্যাকার কেন বলা হয়? সোশ্যাল মিডিয়ায় এমন একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে, যেখানে একটি বালতির আকৃতির ব্যাঙ দেখতে পাওয়া যাচ্ছে। টেবিলের উপর উঠে দিব্যি বসে আছে সে। শরীর একদম চকচকে। তবে প্রথমবার দেখলে আপনি চমকে উঠতে বাধ্য। সোশ্যাল মিডিয়ায় ভিডিয়োটি ভাইরাল হতেই ঝড়ের বেগে শেয়ার হয়েছে।
ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা যাচ্ছে যে, একজন ব্যক্তি টেবিলে একটি বড় ব্যাঙকে রাখছেন। ব্যাঙটি এতটাই বড় যে, তাকে তুলতে বেশ কষ্টই হচ্ছে ব্যক্তিটির। ব্যাঙটি টেবিলের এক দিক থেকে অন্যদিক ঘুরে বেরাচ্ছে। দেখে মনে হচ্ছে ব্যাঙটি লোকটির পোষায তবে তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। ব্যাঙের পা প্রায় লোকটির হাতের সমান। এখন বুঝতেই পারছেন কতটা বিশাল ব্যাঙ এটি। ক্যামেরায় ব্যাঙটির চোখ দেখানো হচ্ছে। তবে এটা সম্ভব যে, এই ভিডিয়োটি এডিট করা নকল ভিডিয়ো হতে পারে, তা সম্পর্কে এখনও কোনও তথ্য পাওয়া যায়নি।
বর্তমানে এই ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। এটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামে থিফিশরুক নামের একটি আইডি দিয়ে শেয়ার করা হয়েছে, যা এখনও পর্যন্ত 1 মিলিয়নেরও বেশি ভিউ হয়েছে। আর 45 হাজারেরও বেশি মানুষ ভিডিয়োটি লাইক করেছেন। প্রচুর মানুষ ভিডিয়োটিতে কমেন্ট করেছেন। এক ব্যক্তি ভিডিয়োটিতে কমেন্ট করে লিখেছেন, “এত বড় ব্যাঙ আমি আজ পর্যন্ত দেখিনি।” আরও এক ব্যক্তি বলেছেন, “দেখে মনে হচ্ছে না এটা এডিট করা। হতেই পারে ওনার পোষ্য।”