Viral Video Today: জঙ্গলের বিভিন্ন ভিডিয়োই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। তার মধ্যে এমন কিছু শিকারের ভিডিয়ো থাকে, যা দেখে শিউরে ওঠা ছাড়া আর কোনও উপায় থাকে না। তেমনই একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে, যেখানে একটি শিকারকে নিয়ে কুমির আর সিংহের মধ্যে একটি লড়াই হচ্ছে। কেউ পিছু হটতে নারাজ। যেখানে জঙ্গলের বড় বড় শিকারী প্রাণীরা কুমিরকে ভয় পেয়ে চলে। সেখানে হঠাৎই সিংহটি কুমিরটিকে সপাটে চড় মারে। এই সাহস দেখানোর পরে এমন কিছু হল, যা দেখে আপনার চোখ কপালে উঠতে বাধ্য।
ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা যাচ্ছে, ঘোলা জলে শিকার করা একটি মৃত মহিষ পড়ে আছে। কুমির ঢুকলে সিংহ তা খেয়ে ফেলছে। কুমিরকে কাছে আসতে দেখে সিংহ তার উপর ঝাঁপিয়ে পড়ে এবং গর্জন করতে থাকে। তখন কুমিরটিও তার উপরে ঝাঁপিয়ে পড়ে। কিন্তু আচরণ কোনওভাবেই মেনে নিতে পারেনি সিংহটি। সপাটে এক চড় মেরে দেয় কুমিরটিকে। কিন্তু ভয়ে পালিয়ে যাওয়ার পরিবর্তে, কুমিরটি সিংহের মুখোমুখি হয় এবং শিকারের দিকে এগিয়ে যায়। কিছুক্ষণ পর দু’জনকে একসঙ্গে খেতে দেখা যায়। কিন্তু মাঝখানে সিংহ কুমিরকে তাড়াতে চেষ্টা করেও পারেনি। জঙ্গলের এই ভাইরাল ক্লিপটি 34 সেকেন্ডের।
ভিডিয়োটি পোস্ট করার সঙ্গে সঙ্গে ঝড়ের বেগে ভাইরাল হয়েছে। এই ভিডিয়োটি মার্চ মাসে ইউটিউব চ্যানেল অ্যান্ড বিয়ন্ড থেকে পোস্ট করা হয়েছিল। ক্যাপশনে লেখা ছিল- “সিংহের সঙ্গে কুমিরের লড়াই।” এখনও পর্যন্ত ভিডিয়োটিতে 1 কোটির বেশি ভিউ ও 2 লাখ 43 হাজার লাইক পেয়েছে। অনেকে অনেক কমেন্ট করেছেন। কেউ কমেন্টে লিখেছেন, “জঙ্গলের রাজার সঙ্গে একটা কুমিরই পারবে লড়াই করতে।”
Viral Video Today: জঙ্গলের বিভিন্ন ভিডিয়োই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। তার মধ্যে এমন কিছু শিকারের ভিডিয়ো থাকে, যা দেখে শিউরে ওঠা ছাড়া আর কোনও উপায় থাকে না। তেমনই একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে, যেখানে একটি শিকারকে নিয়ে কুমির আর সিংহের মধ্যে একটি লড়াই হচ্ছে। কেউ পিছু হটতে নারাজ। যেখানে জঙ্গলের বড় বড় শিকারী প্রাণীরা কুমিরকে ভয় পেয়ে চলে। সেখানে হঠাৎই সিংহটি কুমিরটিকে সপাটে চড় মারে। এই সাহস দেখানোর পরে এমন কিছু হল, যা দেখে আপনার চোখ কপালে উঠতে বাধ্য।
ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা যাচ্ছে, ঘোলা জলে শিকার করা একটি মৃত মহিষ পড়ে আছে। কুমির ঢুকলে সিংহ তা খেয়ে ফেলছে। কুমিরকে কাছে আসতে দেখে সিংহ তার উপর ঝাঁপিয়ে পড়ে এবং গর্জন করতে থাকে। তখন কুমিরটিও তার উপরে ঝাঁপিয়ে পড়ে। কিন্তু আচরণ কোনওভাবেই মেনে নিতে পারেনি সিংহটি। সপাটে এক চড় মেরে দেয় কুমিরটিকে। কিন্তু ভয়ে পালিয়ে যাওয়ার পরিবর্তে, কুমিরটি সিংহের মুখোমুখি হয় এবং শিকারের দিকে এগিয়ে যায়। কিছুক্ষণ পর দু’জনকে একসঙ্গে খেতে দেখা যায়। কিন্তু মাঝখানে সিংহ কুমিরকে তাড়াতে চেষ্টা করেও পারেনি। জঙ্গলের এই ভাইরাল ক্লিপটি 34 সেকেন্ডের।
ভিডিয়োটি পোস্ট করার সঙ্গে সঙ্গে ঝড়ের বেগে ভাইরাল হয়েছে। এই ভিডিয়োটি মার্চ মাসে ইউটিউব চ্যানেল অ্যান্ড বিয়ন্ড থেকে পোস্ট করা হয়েছিল। ক্যাপশনে লেখা ছিল- “সিংহের সঙ্গে কুমিরের লড়াই।” এখনও পর্যন্ত ভিডিয়োটিতে 1 কোটির বেশি ভিউ ও 2 লাখ 43 হাজার লাইক পেয়েছে। অনেকে অনেক কমেন্ট করেছেন। কেউ কমেন্টে লিখেছেন, “জঙ্গলের রাজার সঙ্গে একটা কুমিরই পারবে লড়াই করতে।”