Viral Video: মাশরুম নুডল স্যুপ মুখে তুলতেই নড়ে উঠল জ্যান্ত ইঁদুর, তারপর যা হল

TV9 Bangla Digital | Edited By: অন্বেষা বিশ্বাস

Sep 05, 2023 | 9:30 PM

Latest Viral Video: এই ঘটনা সামনে আসতেই অবাক অধিকাংশ নেটিজ়েন। তবে এমন ঘটনা প্রথমবার নয়। এর আগেও একবার একটি রেঁস্তোরার খাবারে মরা ইঁদুর পাওয়া গিয়েছিল। পোস্ট করার সঙ্গে সঙ্গে ঝড়ের বেগে ভাইরাল হয়। এখনও পর্যন্ত অনেকে অনেক কমেন্ট করেছেন।

Viral Video: মাশরুম নুডল স্যুপ মুখে তুলতেই নড়ে উঠল জ্যান্ত ইঁদুর, তারপর যা হল

Follow Us

Viral Video Today: ইন্টারনেটের যুগে অনেক খবরই ভাইরাল হয়। তারমধ্যে এমন কিছু খবর থাকে, যা দেখে অবাক হওয়া ছাড়া আর কোনও উপায় থাকে না। তেমনই একটি ঘটনা সামনে এসেছে। ব্রিটেনের একজন ভোজনরসিক ব্যক্তি চাইনিজ খাবার থেকে পছন্দ করতেন। বিশেষ করে মাশরুম নুডল স্যুপ না খেলে তার দিন কাটত না। তিনি একদিন তার প্রিয় রেস্টুরেন্টে রাতের খাবার খেতে যান। সেখানে গিয়ে মাশরুম স্যুপ অর্ডার করেন। ব্যক্তির নাম স্যাম হেওয়ার্ড। স্যুপ মুখে তুলতেই তিনি এমন একটা জিনিস দেখতে পেয়েছিলেন, যা দেখে তার হূঁশ উড়ে যায়।

ইন্ডিপেনডেন্ট নিউজ অনুসারে, স্যাম বলেছেন, “আমি ভেবেছিলাম এটি মাশরুমের একটি বড় টুকরো রয়েছে, কিন্তু তারপরে একটি লেজ দেখতে পাই। কিন্তু তারপরে ভাল করে দেখে বুঝতে পারি এটি একটি জীবন্ত ইঁদুর।” তিনি আরও জানান, এই রেস্টুরেন্টের খাবারে তিনি কখনোই এমন কিছু পাননি। গত 20 বছর ধরে তিনি সেখানে খান। মাশরুমের স্যুপে একটি জীবন্ত ইঁদুর দেখতে পান। স্যুপে সেটি সাঁতার কাটছিল এবং তার লেজ নড়াচড়া করছিল। তিনি আরও জানান, তার মনে হয়েছিল সমস্তটা বমি করে ফেলে দেওয়া উচিত। কিন্তু খাবারে ইঁদুর দেখে তিনি অসুস্থ হয়ে পড়েন। তবে এই বিষয়ে রেস্টুরেন্টের তরফে কী বলা হয়েছে, তা এখনও জানা যায়নি।


এই ঘটনা সামনে আসতেই অবাক অধিকাংশ নেটিজ়েন। তবে এমন ঘটনা প্রথমবার নয়। এর আগেও একবার একটি রেঁস্তোরার খাবারে মরা ইঁদুর পাওয়া গিয়েছিল। পোস্ট করার সঙ্গে সঙ্গে ঝড়ের বেগে ভাইরাল হয়। এখনও পর্যন্ত অনেকে অনেক কমেন্ট করেছেন। কেউ বলেছেন, “এমন কীভাবে সম্ভব!”

Next Article