ডিসেম্বর শেষ হতে আর বেশি দিন বাকি নেই। ঠান্ডাও বেশ ভালই পড়েছে। সোয়েটার আর চাদর মুড়ে থাকলে এই ভিডিয়োটিনা দেখাই ভাল। প্রায় প্রতিদিনই সোশ্যাল মিডিয়ায় অনেক ভিডিয়ো ভাইরাল হয়। কিন্তু দাড়ি পাল্লায় বিচার করলে এমন অনেক ভিডিয়ো থাকে, যা দেখার পরে আপনি তাতেই মগ্ন থাতে বাধ্য। আবার এমন কিছু ভিডিয়োও ভাইরাল হয়, যা দেখে অবাক হওয়া ছাড়া আর কোনও উপায় থাকে না। তেমনই একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে এক ব্যক্তিকে হিমায়িত বা বরফে ঢাকা হ্রদের নীচে ঢুকে যেতে দেখা গেল। তারপরে বেরনোর রাস্তা খুঁজে না পেতেই এমন কিছু হল, যা আপনি কল্পনাও করতে পারবেন না।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা যাচ্ছে, এক ব্যক্তি বরফে জমাট বাঁধা লেকের ভেতরে সাঁতার কাটছে। এটি দেখে, আপনি ভয়ে কাঁপতে পারেন কারণ ব্যক্তিটি এমন জায়গায় পৌছিয়ে গিয়েছেন, যে তিনি ঠান্ডায় যখন তখন প্রাণ হারাতে পারেন। কিছুদূর যাওয়ার পর লোকটি ভয় পেয়ে এদিক ওদিক সাঁতার কাটতে শুরু করে। যে পথ দিয়ে তিনি লেকের নীচে গিয়েছেন, তাকে সেই পথ দিয়েই আবার ফিরে আসতে হবে। কিন্তু ঠান্ডায় তিনি রাস্তা হারিয়ে ফেলেন। ফলে ছটফট করতে থাকেন, বরফে ঢাকা হ্রদের নীচে। উপরে উপস্থিত তার সঙ্গীরা তাকে বের করে আনার জন্য বরফ ভাঙার চেষ্টা শুরু করে, তার উপর ঝাঁপিয়ে পড়ে কিন্তু নিজেরাই পড়ে যায়। ফলে সাঁতার কাটা ব্যক্তি একটি দড়ি কোমরে বেঁধে নেমেছিলেন, সেটির সাহায্য উপরে উঠে আসেন। তার এই কান্ড দেখলে আপনি শিউরে উঠতে বাধ্য।
ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার পর থেকে ঝড়ের বেগে ভাইরাল হয়েছে। অনেকে অনেক কমেন্টও করেছেন এই ভিডিয়োয়। একজন ব্যবহারকারী লিখেছেন, “লোকটি যে কোনও সময় তার জীবন হারাতে পারত।” আরেক ব্যবহারকারী লিখেছেন, “এমন কাজ করবেন না, যাতে প্রাণ হারাতে হয়।”