Viral Video Today: এই সোশ্য়াল মিডিয়ার যুগে কত কী-ই না দেখা যায়। কখনও কখনও এমন অনেক ভিডিয়ো চোখে পড়ে যা দেখে অবাক হওয়া ছাড়া আর কোনও উপায় থাকে না। অনেকেই হয়তো হাতি, ঘোড়া কিংবা উটের পিঠে উঠেছেন। বিভিন্ন জায়গায় তাদের সওয়ারি করানোর প্রচলন আছে এখনও। আইনত অপরাধ হলেও পেশা হিসেবে এখনও বিভিন্ন জায়গায় হাতি, ঘোড়া, উটের সওয়ারি করানো হয়। কিন্তু বর্তমানে সোশ্য়াল মিডিয়ায় ষাঁড়ের সাওয়ারি ভাইরাল হয়েছে। শুনেই চমকে উঠলেন তো? রাস্তায় যাকে দেখে পাশ কাটিয়ে যেতে ভয় পান বহু মানুষ, তারও কি না সাওয়ারি হচ্ছে! এই ভিডিয়োটি বেনারসের রাস্তার। যেখানে একটি ছেলে ষাঁড়ের পিঠে চড়ে দ্রুত গতিতে ছুটছে। আপনার প্রথমে দেখে চোখ কপালে উঠতে বাধ্য। কয়েক সেকেন্ড বুঝতে সময় লাগতে পারে যে, ছেলেটি আসলে কী করছে। তারপরে যখন দেখবেন সে ষাঁড়ের পিঠে বসে রয়েছে তখন হাসি থামাতে পারবেন না।
ভাইরাল হওয়া ভিডিয়োয় আপনি দেখতে পাচ্ছেন, একটি ছেলে রাস্তা দিয়ে ষাঁড়ের পিঠে চড়ে যাচ্ছে। আর বেনারসের স্টাইলে মহাদেবের নাম জপ করছে। রাস্তার লোকেরাও তা দেখে অবাক। অনেকে ভিডিয়ো করতেও শুরু করে। তার সেই ভিডিয়োই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিয়োটি না দেখলে আপনিও বুঝতে পারবেন না।
ইনস্টাগ্রামে ভাইরাল এই ভিডিয়োটি ‘kishh_6667’ নামের একটি অ্যাকাউন্টে শেয়ার করা হয়েছে। আর তারপর থেকেই ঝড়ের বেগে ভাইরাল হয়েছে এই ভিডিয়ো। এখনও পর্যন্ত এতে অনেক লাইক ও ভিউ হয়েছে। অনেকে অনেক কমেন্টও করেছেন। কেউ বলেছেন, “ভারতেই এই সব সম্ভব।” আরও একজন কমেন্ট করেছেন, “ভাইরাল হওয়ার জন্য বর্তমানে লোকে কত কী-ই না করছে। এই ভিডিয়োই তার প্রমান।” আর এক ব্যক্তি ক্ষোভ প্রকাশ করে কমেন্টে লিখেছেন, “অবলা প্রাণীদের উপর এভাবে অত্যাচার করা বন্ধ করুন। ভাইরাল হতে চাইলে ভাল কিছু করুন।”