Viral Video Today: প্রায় প্রতিদিনই কোনও না কোনও ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। তার মধ্যে এমন কিছু ভিডিয়ো থাকে, যা অবাক করে দেওয়ার মতো। কিছু কিছু মানুষের প্রতিভা দেখলে সত্যিই চোখ কপালে ওঠার জোগাড় হয়। তেমনই একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যেখানে এক ব্যক্তি মেট্রোর থেকেও জোরে দৌড়িয়েছেন। তার এই গতি দেখলে আপনি অবাক হবেনই। ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার পর থেকে ঝড়ের বেগে ভাইরাল হয়েছে।
ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা যাচ্ছে, এক ব্যক্তি মেট্রোয় দাঁডিয়ে রয়েছেন। একটি স্টেশনে এসে মেট্রোটি দাঁড়ায়। তারপরে সেই ব্যক্তি মেট্রো থেকে বেরিয়ে গিয়ে দৌড়াতে শুরু করে। প্রথমে আপনার মনে হতে পারে, ব্যাপারটি কী হচ্ছে। কিন্তু তারপরে একটু ভাল করে দেখলে বুঝতে পারবেন, লোকটি দৌড়িয়ে স্টেশন থেকে বেরিয়ে রাস্তা দিয়ে মেট্রোর পরের স্টেশনে যাওয়ার চেষ্টা করছেন। তাই মেট্রো থামলে দরজা খোলার সঙ্গে সঙ্গে তিনি দৌড়াতে শুরু করেন। তার এক বন্ধু এই দৃশ্য রেকর্ড করছে। রাস্তায় দ্রুত দৌড়িয়ে মেট্রোর আগে সেখানে পৌঁছে পরের স্টেশনে সেই একটি মেট্রো ধরে ফেলে। তা দেখে সেখানে উপস্থিত যাত্রীরা হাততালি দিতে থাকে।
Algunas estaciones del metro de Londres son cortas… tan cortas que tardas menos corriendo (pero tienes que estar en forma)… pic.twitter.com/kllgQvnKO6
— Pepo Jiménez (@kurioso) March 13, 2017
এই ভিডিয়োটি টুইটারে @kurioso নামে একটি অ্যাকাউন্ট থেকে শেয়ার করা হয়েছে। ভিডিয়োটি এখনও পর্যন্ত হাজার হাজার মানুষ দেখেছেন এবং লাইক করেছেন। তার এমন দৌড়নো দেখে অধিকাংশ নেটিজ়েন অবাক। অনেকে অনেক কমেন্টও করেছেন এই ভিডিয়োয়। এক ব্যক্তি তার এমন প্রতিভা দেখে বলেছেন, “এভাবে দৌড়ানোর জন্য অনেক ক্ষমতা দরকার। ভাবতেই পারছি না মেট্রোর আগে তিনি পরের স্টেশনে পৌছিয়ে গেলেন।” আরও এক ব্যক্তি কমেন্টে লিখেছেন, “অসাধারণ লাগল। সোশ্যাল মিডিয়া না থাকলে এসব দেখার সুযোগই হত না কখনও।”