Viral Video Today: সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার জন্য বর্তমানে মানুষ কত কী-ই না করছে। বিগত কয়েকদিন ধরে মেট্রোর অনেক ভিডিয়ো ভাইরাল হয়ে চলেছে। এমনিতেই মেট্রোতে খাওয়া-দাওয়া থেকে অনেক কিছুর ওপর নিষেধাজ্ঞা রয়েছে। কিন্তু কিছু মানুষ সেই নিয়ম মেনে চলতে নারাজ। দিল্লি মেট্রোকে কেন্দ্র করে অনেক দিন ধরেই বিভিন্ন ভিডিয়ো ভাইরাল হয়েছে। বিকিনি গার্ল থেকে শুরু করে মেট্রোর ভিতর স্নান, সব কিছুই। কিন্তু এই সব যে শুধু ভারতেই হচ্ছে, তা একেবারেই নয়। বিদেশেও একই অবস্থা। সোশ্য়াল মিডিয়ায় এমনই একটি ব্রাজিলের মেট্রো ভাইারল হয়েছে, যেখানে একটি ছেলেকে মেট্রোর প্ল্যাটফর্মে জামা খুলে বিভিন্ন কাজ করতে দেখা যাচ্ছে। ভিডিয়োটি না দেখলে বুঝবেন না।
ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা যাচ্ছে, একটি ছেলে নীল রঙের জামা পরে মেট্রো স্টেশনে দাঁড়িয়ে আছেন। আর সেই মুহূর্তে একটি মেট্রো ঢুকছে। তখনই তিনি এমন আচরণ করা শুরু করলেন, যা দেখে সেখানকার লোকেরা হাসতে বাধ্য হল। তারপরে হঠাৎই জামাটি খুলে ফেলে মাটিতে শুয়ে পড়লেন। সোশ্য়াল মিডিয়ার ট্রেন্ডে গা ভাসাতে গিয়ে, কত মানুষই প্রতিনিয়ত নিয়ম ভেঙে এই ধরনের রিল বানাচ্ছে। তবে তা ব্রাজিলের মতো দেশে হওয়ায় নেটিজ়েনদের অবাক করেছে। ভিডিয়োটি দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে, মানুষের মনোযোগ আকর্ষণের জন্যই ইচ্ছাকৃতভাবে এমনটি করছেন এই ব্যক্তি।
এই ভিডিয়োটি ইনস্টাগ্রামে (@sachladeahai) নামের পেজে শেয়ার করা হয়েছে। পোস্টের ক্যাপশনে লেখা- দিল্লি হক বা ব্রাজিল, “সব মেট্রোর একই অবস্থা।” শেয়ার করা এই ভিডিয়োটি এখনও পর্যন্ত 9 হাজারেরও বেশি লাইক পেয়েছে। এমনকি অনেকে অনেক কমেন্টও করেছেন। কেউ লিখেছেন, “ভাইরাল হওয়ার জন্য, এরা রাস্তাঘাটে এবার যা তা করছে। পুলিশের উচিত সঠিক পদক্ষেপ নেওয়া।”