Latest Viral Video: সোশ্যাল মিডিয়ায় বর্তমানে এমন অনেক কিছু ভাইরাল হয়, তার মধ্য়েই কিছু ভিডিয়ো থাকে, যা দেখলে আপনার চোখ কপালে উঠবে। ভাইরাল হওয়ার জন্য মানুষ কত কী-ই না করে। এমনিতেও বর্তমানে মডেলরা (Model) অনেক ধরনেরই ফটোশুট করে থাকে। কখনও অভিনব সব পোশাক পরে। আবার কখনও কাদায় মাখামাখি করে। আবার অনেকে ভাইরাল হওয়ার জন্য নিত্য নতুন ভিডিয়ো বানান। আপনি নিশ্চয়ই ফুট ম্যাসাজ, হ্যান্ড ম্যাসাজ বা কোনও পার্লারে গিয়ে বডি ম্যাসাজের কথা শুনেছেন। কেউ কেউ আবার সেই পরিষেবাও নিয়েছেন। কিন্তু তাই বলে কাদায় (Mud) কর্দমাক্ত হয়ে বডি ম্যাসাজ! বর্তমানে এমন একটি ভিডিয়ো ভাইরাল (Viral Video) হয়েছে, যেখানে একজন মডেলকে কাদায় শুয়ে মাখামাখি করে ম্যাসাজ নিতে দেখা যাচ্ছে। এমনও হয়? আপনার মনে এই প্রশ্নই নাড়াচাড়া দিয়েছে তো? ভাবছেন কাদায় আবার কেমনভাবে ম্যাসাজ হয়? সোশ্য়াল মিডিয়ায় যে ভিডিয়োটি ভাইরাল হয়েছে, তাতে শুধুই ম্যাসাজ নয়। বরং তার সঙ্গে করছেন শরীরী অঙ্গভঙ্গি। আর লাস্যময়ী সেই মডেলের ভিডিয়োটি নজর কেড়েছে অধিকাংশ নেটিজেনের।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা যাচ্ছে, একজন নারী কাদায় শুয়ে আছেন। আর একটি লোক তাকে কাদা মাখিয়ে বডি ম্যাসাজ করে দিচ্ছে। আর সেই সঙ্গে বেশ উত্তেজিত মনে হচ্ছে মডেলটিকে। তিনি বিভিন্ন রকম অঙ্গভঙ্গি করছেন। আর এই ভিডিয়োটি ঝড়ের বেগে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
ইনস্টাগ্রামে ভাইরাল এই ভিডিয়োটি এখনও পর্যন্ত লক্ষ লক্ষ লাইক এবং প্রচুর ভিউ হয়েছে। এছাড়া এটি প্রচুর শেয়ারও হয়েছে। ভাইরাল হওয়া এই ভিডিয়োটি ‘francety’ নামের একটি অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামে শেয়ার করা হয়েছে। অনেকে অনেক কমেন্টও করেছেন এই ভিডিয়োয়। একজন বলেছেন, “এমন ম্যাসাজ করতে কে না পছন্দ করবে।” আরও একজন কমেন্ট করেছেন, “ভাইরাল হওয়ার জন্য এসব করে অনেকেই।”