Viral Video Today: রাখে হরি তো মারে কে! এই প্রচলিত প্রবাদই যে একেবারেই মিথ্যা না, তা প্রমাণ হল ভাইরাল হওয়া একটি ভিডিয়োয়। বিপদ কি আর বলে কয়ে আসে! কখন যে কোথায়, কীভাবে বিপদ আসবে, তা কেউ বলতে পারে না। ভাগ্যের জোরে অনেকেই বিপদকে কাটিয়ে ফেলেন। সোশ্যাল মিডিয়ায় অনেক কিছুই ভাইরাল হয়। তার মধ্য়ে এমন অনেক ভিডিয়ো চোখে পড়ে, যা দেখে অবাক হওয়া ছাড়া আর কোনও উপায় থাকে না। তেমনই একটি ভিডিয়ো নেটিজ়েনদের রাতের ঘুম কেড়ে নিয়েছে। ভিডিয়োয় একটি মানুষকে পিছন থেকে বিশাল একটি লরি এসে ধাক্কা মারে। কিন্তু তারপরেও এমন একটা মিরাকেল ঘটে, যা কেউ স্বপ্নেও ভাবতে পারেনি। ভিডিয়োটি না দেখলে বুঝবেন না।
ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা যাচ্ছে, এক ব্যক্তি কারও বাড়ির বাইরে কিছু কাগজ হাতে নিয়ে দাঁড়িয়ে আছেন। ঠিক তখনই পিছন থেকে প্রবল গতিতে একটি ট্রাক আসে। লরিতে অনেক জিনিসও ছিল। সেগুলি একটি গাছের ডালে আটকে যায়। আর ভারসাম্য হারিয়ে ফেলে ট্রাকটি। তারপরেই নিমেষে পাশে দাঁড়িয়ে থাকা ব্যক্তিকে ধাক্কা দেয়। লোকটির হাতে একটি হেলমেটও ছিল। সেটায় ধাক্কা লাগতেই ব্যক্তিটি কিছুটা পিছনে সরে যায়। অবাক ব্যাপার হল ট্রাকটি এত জোরে ধাক্কা দেওয়ার পরেও লোকটির কিছু হয় না। ট্রাকের আকস্মিক ধাক্কায় পাশের একটি গাছও উপড়ে পড়ে। এটিকে ভাগ্য ছাড়া আর কিছুই হয়তো বলা চলে না।
Damn this guy was so lucky! ? pic.twitter.com/4FnU6taQDO
— CCTV IDIOTS (@cctvidiots) June 14, 2023
এখনও পর্যন্ত এই ঘটনাটি কোথায় ঘটেছে এবং কী কারণে এই দুর্ঘটনা ঘটেছে তা জানা যায়নি। তবে এটা বলা যেতে পারে যে, এই ভয়ঙ্কর ঘটনায় লোকটির প্রাণও যেতে পারত। ভিডিয়োটি শেয়ার করার সঙ্গে সঙ্গেই ঝড়ের বেগে ভাইরাল হয়েছে। এখনও পর্যন্ত অনেকে প্রচুর লাইক ও কমেন্ট করেছেন।