Viral Video: আদরের নামে কামড়ে ধরল ঘাড়, দেখুন শিউরে ওঠা ভিডিয়ো

TV9 Bangla Digital | Edited By: অন্বেষা বিশ্বাস

Dec 12, 2023 | 4:52 PM

Latest Viral Video: ভাইরাল হওয়া ভিডিয়োটি @crazyclipsonly নামে একটি আইডি দিয়ে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম টুইটারে শেয়ার করা হয়েছে এবং ক্যাপশনে লেখা আছে, "বাঘ শুধু তাকে আলিঙ্গন করতে চেয়েছিল।" মাত্র 11 সেকেন্ডের এই ভিডিয়োটি এখনও পর্যন্ত 1.5 মিলিয়ন অর্থাৎ 15 লাখ বার দেখা হয়েছে, অন্যদিকে 7 হাজারের বেশি মানুষ ভিডিয়োটি লাইক করেছেন।

Viral Video: আদরের নামে কামড়ে ধরল ঘাড়, দেখুন শিউরে ওঠা ভিডিয়ো

Follow Us

সোশ্যাল মিডিয়ায় প্রায় প্রতিদিনই কোনও না কোনও ভিডিয়ো ভাইরাল হয়। তার মধ্যে এমন অনেক ভিডিয়ো থাকে, যা দেখে আপনার চোখ কপালে উঠতে বাধ্য। আবার কিছু ভিডিয়ো দেখে আপনি শিউরে উঠবেন। তেমনই একটি শিউরে ওঠা ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যদিও হিংস্র যে কোনও প্রাণীর সামনে যাওয়া মানে নিজের জীবনকে বিপদে ফেলা। কিন্তু কিছু কিছু ভিডিয়ো ভাইরাল হয়, যেখাবে ভয়ঙ্কর হিংস্র প্রাণীরাও আদর খাওয়ার জন্য মানুষের কাছে আসে। তবে এবার সোশ্যাল মিডিয়ায় এমন একটি বাঘের ভিডিয়ো ভাইরাল হয়েছে, যেখানে এক ব্যক্তিকে দেখে একটি বাঘ তার গায়ে ঝাঁপিয়ে পড়ে। আর মুখটি খুলে মানুষের মাথাটা তার মুখের মধ্যে ভরে নেয়। তারপরে এমন কিছু হয়, যা আপনি ভাবতেও পারবেন না। ভিডিয়োয় ঠিক কী দেখা যাচ্ছে?

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা যাচ্ছে, একটি বাঘের সামনে হঠাৎই এক ব্যক্তি আসে। আর সেই ব্যক্তির ঘাড় চেপে ধরে বাঘটি। প্রথমে সে ব্যক্তির পায়ে আঘাত করে এবং তারপর উপরে তাকালেই সে তার ঘাড় চেপে ধরে। তারপর সে উঠে লোকটির পা কামড়ানোর চেষ্টা করে, কিন্তু তারপর সে তার ঘাড়ের কাছে পৌঁছে তার ঘাড় শক্ত করে ধরে। তবে সবচেয়ে অবাক করা ব্যপার হল আপনি সব শেষে দেখতে পাবেন, বাঘটি সেই ব্যক্তিটিকে ক্ষতি করার উদ্দেশ্যে তাকে আক্রমণ করেনি। বরং মনে হচ্ছে বাঘটি তার সঙ্গে খেলতে চাইছে। হয়তো সেই ব্যক্তি তার প্রশিক্ষক। তবে এ বিষয়ে এখনও কোনও নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।


ভাইরাল হওয়া ভিডিয়োটি @crazyclipsonly নামে একটি আইডি দিয়ে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম টুইটারে শেয়ার করা হয়েছে এবং ক্যাপশনে লেখা আছে, “বাঘ শুধু তাকে আলিঙ্গন করতে চেয়েছিল।” মাত্র 11 সেকেন্ডের এই ভিডিয়োটি এখনও পর্যন্ত 1.5 মিলিয়ন অর্থাৎ 15 লাখ বার দেখা হয়েছে, অন্যদিকে 7 হাজারের বেশি মানুষ ভিডিয়োটি লাইক করেছেন। অনেকে অনেক কমেন্টও করেছে এই ভিডিয়ো দেখে।

Next Article