Viral Video: ফ্লাশ করতে ঘোরাতে হবে পিকআপ, স্কুটার কমোড দেখে হাসি থামছে না কারোর

TV9 Bangla Digital | Edited By: অন্বেষা বিশ্বাস

Nov 25, 2023 | 2:43 PM

Latest Viral Video: ভাইরাল ক্লিপে, আপনি একটি কমোড দেখতে পাবেন, যা স্কুটারের সামনের অংশের সঙ্গে যুক্ত করা হয়েছে। তবে এই কমোডটি বাড়ির বাইরে নয়, স্কুটারের বাথরুমের ভিতরে। এমন অনন্য টয়লেট হয়তো আপনি আগে কখনও দেখেননি। কিন্তু এই কমোডটিতে আর এমন কী আছে, যার জন্য ভিডিয়োটি এত বেশি ভাইরাল হচ্ছে। চলুন দেখে নেওয়া যাক।

Viral Video: ফ্লাশ করতে ঘোরাতে হবে পিকআপ, স্কুটার কমোড দেখে হাসি থামছে না কারোর

Follow Us

ইন্টানেটে অনেক ধরনের অদ্ভুত জিনিস দেখা যায়। আর তা সোশ্যাল মিডিযার জন্যই সম্ভব হয়। কিছু মানুষ তাদের দক্ষতা দিয়ে যে কোনও সাধারণ জিনিসকে বিশেষ করে তোলে। সোশ্যাল মিডিয়ায় এমন অনেক ভিডিয়ো দেখা যায়, যা প্রচুর সংখ্যক মানুষের নজর কাড়তে বাধ্য। এবার তেমনই একটি টয়লেট সিট ভাইরাল হয়েছে, যা দেখে আপনার চোখ কপালে উঠতে বাধ্য। ভাইরাল ভিডিয়োটি ইনস্টাগ্রামে পোস্ট করা হয়েছে (@hergun1insaat) নামের একটি অ্যাকাউন্ট থেকে। ভাইরাল ক্লিপে, আপনি একটি কমোড দেখতে পাবেন, যা স্কুটারের সামনের অংশের সঙ্গে যুক্ত করা হয়েছে। তবে এই কমোডটি বাড়ির বাইরে নয়, স্কুটারের বাথরুমের ভিতরে। এমন অনন্য টয়লেট হয়তো আপনি আগে কখনও দেখেননি। কিন্তু এই কমোডটিতে আর এমন কী আছে, যার জন্য ভিডিয়োটি এত বেশি ভাইরাল হচ্ছে। চলুন দেখে নেওয়া যাক।

এর বিশেষত্ব কেবল এর অনন্য চেহারা নয়। বরং, এটি ফ্লাশ করার জন্য, আপনাকে স্কুটারটি পিকআপ বাড়াতে হবে, তবেই এটি ফ্লাশ হবে। অর্থাৎ বুঝতেই পারছেন, কমোডটি কতটা অভিনব। ইনস্টাগ্রামে শেয়ার করা ভিডিয়োটি এখনও পর্যন্ত 6 লাখের বেশি লাইক পেয়েছে। এমন অদ্ভুত টয়লেট দেখার পর অনেকে অনেক কমেন্ট করেছেন।


ভিডিয়োটিতে এক ব্যক্তি কমেন্ট করেছেন, “বেশ আকর্ষণীয় টয়লেট। আমি এগে কখনও এমনটা দেখিনি।” আরও এক ব্যক্তি লিখেছেন, “এমনটার কি কোনও প্রয়োজন ছিল। সাধারণ রাখলেও তো হত।” এক ব্যক্তি মজার ছলে লিখেছেন, “সোশ্যাল মিডিয়ায় অনেক ভিডিয়োই ভাইরাল হয়। তার মধ্যে এমন কিছু ভিডিয়ো থাকে, যা দেখে হাসি থামানো দায় হয়ে যায়। এটাও ঠিক তেমনই একটি ভিডিয়ো।”

Next Article