Viral Video Today: বর্তমানে মানুষ ভাইরাল হওয়ার জন্য কত কী-ই না করছে। কখনও রিলে লাইক, ভিউ পাওয়ার জন্য নিজের জীবন বিপদের দিকে ঠেলে দিচ্ছে। আবার কখনও ফটো তোলার জন্য এমন কিছু করে বসছে, যা দেখলে আপনি অবাক হবেন। তেমনই একটি ভিডিয়ো সোশ্য়াল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যেখানে একটি মেয়ে ফটো তোলার জন্য তার প্রেমিকের হাত ধরে 10-15 ফুট উঁচু একটি বিল্ডিং থেকে ঝুলতে থাকল। তারপরে তার সঙ্গে এমন কিছু হল, যা দেখে আপনি শিউরে উঠবেন। ভিডিয়োটি পোস্ট হওয়ার সঙ্গে সঙ্গেই ঝড়ের বেগে ভাইরাল হয়েছে।
ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা যাচ্ছে, একটি মেয়ে প্রেমিকের হাত ধরে একটি উঁচু বিল্ডিং থেকে ঝুলছে। তার প্রেমিক এক হাতে তাকে ধরে রেখেছেন। আর মেয়েটি একটি জালের উপর বসার চেষ্টা করছেন। মেয়েটি আর তাঁর প্রেমিক দু’জনেই ভাবল সেই জালটির উপর সবে পড়লেই আর কোনও সমস্যা হবে না। এই ভেবে তার প্রেমিক হাতটি ছেড়ে দেয়। ব্যাস! তারপরেই ঘটে যায় বিরাট বড় বিপদ। হাত ছেড়ে দিতেই মেয়েটি 10-15 ফুট নিচে পড়ে যায়। যেহেতু জালটি এতটা শক্তভাবে লাগানো হয়নি। এ কারণে ওজন সামলাতে না পেয়ে সেটি খুলে পড়ে যায়। সেই সঙ্গে মেয়েটিও বিভিন্ন জায়গায় ঢাক্কা খেয়ে নিচে গিয়ে পড়ে।
এই ভিডিয়োটি @MoreCrazyClips নামের একজন টুইটার ব্যবহারকারী শেয়ার করেছেন। ব্যবহারকারী ক্যাপশনে লিখেছেন, “মেয়েটি একটি ইনস্টাগ্রাম ছবি তোলার চেষ্টা করছিল। সেই সময়ই এমন কাণ্ড হয়।” ভিডিয়োটিতে এখনও পর্যন্ত অনেক লাইক আর ভিউ হয়েছে। অনেকে অনেক কমেন্টও করেছেন। কেউ বলেছেন, “ফটো তোলার জন্য এমন বড় একটা বিপদ ঘটে গেল। তাও মানুষ একটুও সচেতন হয় না।”