Viral Video Today: শৈশবে পুতুল খেলা থেকে শুরু করে খেলনা বাটি, এসব দিয়েই দিন কাটত। তবে বর্তমানে যদিও পরিস্থিতি অনেকটাই পাল্টেছে। অনেক ছোট থেকেই বাচ্চারা মোবাইলের প্রায় সব কিছুই বোঝে। খেতে, ঘুমতে, মোবাইল থেকে কিছু ভাবতেই পারে না। কিন্তু তারপরেও যে একেবারেই পুতুল খেলতে দেখা যায় না, তা নয়। কিন্তু কখনও কি ভেবেছেন এই খেলার পুতুল ঠিক কীভাবে তৈরি হয়? সোশ্যাল মিডিয়ায় তারই একটি ভিডিয়ো সম্প্রতি ভাইরাল হয়েছে। ভাইরাল হতেই নজর কেড়েছে বহু মানুষের। ভিডিয়োতে দেখানো হচ্ছে পুতুল তৈরির পুরো প্রক্রিয়া।
এই ভিডিয়োটি ইনস্টাগ্রামে kolkatareviewstar নামে এক ব্যবহারকারী শেয়ার করেছেন। পোস্টের ক্যাপশনে তিনি লিখেছেন, “ফ্যাক্টরিতে বার্বি ডল তৈরি হচ্ছে।” ভিডিয়োটির প্রথমে ছাঁচে পুতুলটির মুখ দেখা যায়। মুখ তৈরি করার জন্য ছাঁচে একটি তরল ঢেলে দেওয়া হয়। এরপর পুতুলের শরীরের অংশ তৈরি করা হচ্ছে। এটিও ছাঁচে বসিয়ে প্রস্তুত করা হচ্ছে। তারপরে তাদের বের করে চুল লাগানো হচ্ছে। সাজানো হচ্ছে। ঠোট রঙ করা হচ্ছে। জামা পরানো হচ্ছে। আর অনেক খাটনির পর অবশেষে একটি সুন্দর পুতুল তৈরি হয়ে যাচ্ছে।
এই পোস্টটি 7 দিন আগে শেয়ার করা হয়েছে. এটি পোস্ট করার পর থেকে এটি 14 মিলিয়নেরও বেশি মানুষ দেখেছে। অনেকের কমেন্ট ও লাইকও এসেছে। প্রচুর মানুষ ভিডিয়োটি শেয়ারও করেছেন। কেউ বলেছেন, “এগুলোকে দেখে আমার ছোট বেলার কথা মনে পড়ে গেল।” আরও একজন মজার ছলে কমেন্টে লিখেছেন, “লিকস্টিক পরানোর বেলা এত তাড়াহুড়ো করলে হয় নাকি।”