Viral Video: ঠিক যেন বক্সিংয়ের রিং! গজরাজকে মারতে এগিয়ে গেল গন্ডার, তারপর ঘটে গেল বড় অঘটন…

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Jun 09, 2023 | 12:15 PM

Viral Video Today: একটা ভিডিয়ো পোস্ট করেছেন ফরেস্ট সার্ভিস অফিসার সুশান্ত নন্দা (Susanta Nanda)। সেখানে বিশালাকার একটি হাতির (Elephant) সঙ্গে গন্ডারকে (Rhino) লড়াই করতে দেখা গিয়েছে। ভিডিয়োটি দেখলে আপনার ভয়ও ধরতে পারে! সেই ভিডিয়োই এখন সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল।

Viral Video: ঠিক যেন বক্সিংয়ের রিং! গজরাজকে মারতে এগিয়ে গেল গন্ডার, তারপর ঘটে গেল বড় অঘটন...

Follow Us

Latest Viral Video: জঙ্গল মানেই তা আমাদের কাছে একটা বিরাট বিস্ময়। কারণ, সেখানে কখন কী ঘটছে, আমাদের ধরাছোঁয়ার বাইরে। ডিসকভারি, ন্যাশনাল জিওগ্রাফিক বা অ্যানিম্যাল প্ল্যানেটের দৌলতে জঙ্গলের অনেক ঘটনাই আমাদের সামনে আসে। তবে, আজকাল সোশ্যাল মিডিয়ার দৌলতে জঙ্গলের অনেক ভিডিয়োই আমরা দেখতে পাচ্ছি, যা হয়তো এতদিন আমাদের নজরে আসেনি। ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস অফিসাররাও জঙ্গলের অনেক ভিডিয়োই শেয়ার করতে থাকেন। সেরকমই একটা ভিডিয়ো পোস্ট করেছেন ফরেস্ট সার্ভিস অফিসার সুশান্ত নন্দা (Susanta Nanda)। সেখানে বিশালাকার একটি হাতির (Elephant) সঙ্গে গন্ডারকে (Rhino) লড়াই করতে দেখা গিয়েছে। ভিডিয়োটি দেখলে আপনার ভয়ও ধরতে পারে! সেই ভিডিয়োই এখন সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল।

ক্লিপটি খুবই ছোট, মাত্র 46 সেকেন্ডের। সেখানে দেখা গেল, বিরাট আকারের একটি উগ্র হাতি সুবিশাল এক গন্ডারের উপরে একপ্রকার ঝাঁপিয়ে পড়ল। উভয় প্রাণীই একে অপরের শক্তি প্রদর্শন করতে প্রচণ্ড লড়াইয়ে লিপ্ত হয়। হাতিটি যেন সত্যিই গন্ডারের জন্য একটা চ্যালেঞ্জ তৈরি করে। এই ভিডিয়ো দেখিয়েছে, জঙ্গলে দুটি শক্তিশালী প্রাণীর মধ্যে লড়াই হলে আদতে কী হয়।

প্রথমে দেখা গেল, ওই হাতিটি ও গন্ডারটি একে অপরের দিকে চাহনি বিনিময় করছে। ঠিক যেন বক্সিংয়ের রিংয়ে দুই বক্সারের সামনাসামনি। প্রথম আক্রমণটা ওই গন্ডারই করতে যায়। কিন্তু অসফল হয় সে। তারপরই গজরাজটি প্রচণ্ড জোরে ধাক্কা দেয় ওই গন্ডারকে। তাতে গন্ডারটি পড়ে যায় এবং তার কিছুক্ষণের মধ্যেই মাটি থেকে উঠে পড়ে পলায়ন করে সে।

সুশান্ত নন্দা এই ভিডিয়ো শেয়ার করে তার ক্যাপশনে লিখছেন, “টাইটানদের মধ্যে সংঘর্ষ।” ভিডিয়োটি এর মধ্যেই 50 হাজারেরও বেশি ভিউ পেয়ে গিয়েছে। লাইক পড়েছে প্রায় 2 হাজারের কাছাকাছি। আর সেই সংখ্যাগুলি ক্রমান্বয়ে বাড়তেই চলেছে। নেটিজ়েনরা নানাবিধ মন্তব্য করেছেন এই ভিডিয়ো দেখার পরে।

টুইটারে একজন লিখছেন, “দেখে মনে হচ্ছে যেন, সেই রাতে গন্ডারটি আকণ্ঠ মদ্যপান করে হাতির সামনে চলে এসেছিল। সে ভেবেছিল, হাতিটাকে উড়িয়ে দেওয়া বড়ই মামুলি ব্যাপার।” আর একজন উদ্বেগ প্রকাশ করে লিখছেন, “আমি আশা করছি, গন্ডার এবং হাতি দুজনেই সুস্থ আছে।”

Next Article