Viral Video Today: জঙ্গলের রাজা যতই সিংহকে বলা হোক না কেন, কেউই অন্য প্রাণীর সামনে রাজার মতো টিকে থাকতে পারে না। সে বাঘ হোক আর সিংহ। জঙ্গলের পশুরা শুধুমাত্র খাদ্যের জন্য এবং নিজেদের রক্ষার জন্য হিংস্র হয়, নাহলে সেখানেও একটা সুন্দর পরিবেশ থাকে। তবে প্রতি মুহূর্তে তাদের প্রাণের ভয়ে দিন কাটাতে হয়। তার অনেক ভিডিয়োও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। কখনও এমন কিছু শিকারের ভিডিয়ো ভাইরাল হয়, যা দেখে অবাক হওয়া ছাড়া আর কোনও উপায় থাকে না। জঙ্গলে সব প্রাণীই সবাইকে ভয় পায়। কেউই রাজা নয়। তা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিয়ো থেকে প্রমান পাওয়া যাচ্ছে।
ক্লিপটি ‘ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস’ (IFS) অফিসার সুশান্ত নন্দা (@susantananda3) পোস্ট করেছেন। তিনি মাঝে মাঝে জঙ্গলের ভিতরের অনেক ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। নতুন ভিডিয়োটি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, “বাঘ বা সিংহ কেউই জঙ্গলের রাজা নয়। সবই নির্ভর করে পরিস্থিতির উপর।” এই ভিডিয়োটি মাত্র 10 সেকেন্ডের। এতে দু’টি সিংহ রাস্তার মাঝখানে শুয়ে বিশ্রাম নিচ্ছে। দূর থেকে দুটি গন্ডার হেঁটে আসছে। এটা দেখে সিংহরা সতর্ক হয়ে যায়। গণ্ডাররা কোনও রকম আক্রমণ না করেই সামনে আসতে থাকে। আর তাদের মতো চলতে থাকে এবং সিংহরা দেখার সঙ্গে সঙ্গে তাদের পথ থেকে সরে যায়।
Neither the Tiger,
Nor the lions are king of the jungle…
It’s all situation specific. https://t.co/hsOsONY1PS pic.twitter.com/0ocoQuvil2— Susanta Nanda (@susantananda3) September 6, 2023
এর থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে, সিংহগুলি জানে যে, কোনটি কার জায়গা। তাই কোনও রকম গর্জন না করেই সেখান থেকে চলে যায়। ভিডিয়োটি পোস্ট করার সঙ্গে সঙ্গেই অনেকের নজর কেড়েছে। এখনও পর্যন্ত অনেক লাইক আর শেয়ার হয়েছে এই ভিডিয়ো। কেউ কমেন্টে লিখেছেন, “সিংহকে ‘পশুরাজ’ বলা হলেও তাদেরও প্রাণের ভয় আছে বড় কোনও পশুর কাছে। আর এই ভিডিয়োটাই তার প্রমাণ দিচ্ছে।”