Viral Video Today: বিশ্বের বিভিন্ন জায়গার মানুষের খাদ্যাভাস আলাদা। তবে কিছু কিছু দেশের মানুষ এমন কিছু খায়, যা শুনলে আপনি চমকে যাবেন। অনেক সময় এমন কিছু খাওয়ার ভিডিয়োও সামনে আসে, যা দেখে নাক সিঁটকানো ছাড়া আর কোনও উপায় থাকে না। অনেকবার এমন ভিডিয়ো সামনে এসেছে, যাতে টিকটিকি খেতে দেখা গিয়েছে। এবার চিনের একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে, যেখানে মানুষ জল থেকে শ্যাওলা তুলে, তা বেশ অনেক কিছু দিয়ে রান্না করে খাচ্ছে। এই ভিডিয়ো দেখে নেটিজ়েনদের চোখ কপালে উঠেছে।
ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা যাচ্ছে, প্রথমে নদী থেকে তাজা শ্যাওলা বের করা হয়। এর পরে এটি ভালভাবে পরিষ্কার করা হয় এবং তারপরে রান্না করা হয়। তাতে লঙ্কা দিয়ে বেশ অনেকক্ষণ রান্না করা হয়। এরপরে তা চপস্টিক দিয়ে এক মহিলা খান। চিনারা এমন অনেক ধরনের খাবারই খায়। কখনও জ্যান্ত পোকা মাকড়, আবার কখনও কুকুরের মাংস। চিনে খাবার নিয়ে অনেক পরীক্ষা-নিরীক্ষা করা হয়। চিনে কুকুরের মাংসের একটি উৎসব হয়। সেখানে বিভিন্নভাবে তা রান্না করে আনা হয়। গোটা বিশ্ব চিনের জনপ্রিয় কুকুরের মাংস উৎসবের বিরোধিতা করেছে। তা সত্ত্বেও সেখানে 10 দিন ধরে এই উৎসব চলে।
ভিডিয়োটি পোস্ট হতেই ঝড়ের বেগে ভাইরাল হয়েছে। এখনও পর্যন্ত প্রচুর মানুষ ভিডিয়োটি লাইক ও শেয়ার করেছেন। অনেকে অনেক কমেন্টও করেছেন। কেউ বলেছেন, “এসব খাবার খাওয়া চিনের পক্ষেই সম্ভব।” আরও এক ব্যক্তি কমেন্টে লিখেছেন, “চাইনিজ খাবার হিসেবে কোনদিন এই সব কিছুই বিভিন্ন জায়গায় বিক্রি হবে।”