Viral Video: ভাইরাল হওয়ার নেশায় রেললাইনে রিল শুটিং মহিলার, ‘পরিণতি’ দেখার জন্য আপনি তৈরি তো?

TV9 Bangla Digital | Edited By: অন্বেষা বিশ্বাস

Jul 25, 2023 | 10:50 AM

Latest Viral Video: সোশ্যাল মিডিয়ায় এমন একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে, যা দেখলে আপনিও রেগে ফেটে পড়বেন। এক যুবতিকে রেললাইনের উপর নাচতে দেখা যাচ্ছে। এটাই প্রথম নয় যে, এমন ভিডিয়ো ভাইরাল হয়েছে। এর আগেও মানুষ রেললাইনে ভয়ানকভাবে রিল করেছে।

Viral Video: ভাইরাল হওয়ার নেশায় রেললাইনে রিল শুটিং মহিলার, পরিণতি দেখার জন্য আপনি তৈরি তো?

Follow Us

Viral Video Today: আজকাল মানুষ রিল এবং ভিডিয়ো বানাতে কী-ই না করছে। লাইক আর ভাইরাল হওয়ার নেশায় নিজের জীবনের পরোয়াও করে না। বিপজ্জনক জায়গায় বিপজ্জনক স্টান্ট করা এবং ভিডিয়ো করার ঘটনা প্রতিদিন সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে। প্রায় প্রতিদিনই এমন অনেক ঘটনা চোখে পড়ে। এবার সোশ্যাল মিডিয়ায় এমন একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে, যা দেখলে আপনিও রেগে ফেটে পড়বেন। এক যুবতিকে রেললাইনের উপর নাচতে দেখা যাচ্ছে। এটাই প্রথম নয় যে, এমন ভিডিয়ো ভাইরাল হয়েছে। এর আগেও মানুষ রেললাইনে ভয়ানকভাবে রিল করেছে। তার জন্য যথাযত ব্যবস্থাও নিতে দেখা গিয়েছে পুলিশকে।

ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা যাচ্ছে, একজন মহিলা রিল তৈরি করার জন্য রেললাইনের মতো বিপজ্জনক জায়গা বেছে নিয়েছেন। প্রাণের তোয়াক্কা না করে মহিলা রেললাইনে নেমে নাচতে শুরু করেন। মহিলাটি যখন নাচছিলেন, তখন তার মেয়ে তার ভিডিয়ো তৈরি করছিলেন। এমন পরিস্থিতিতে ট্রেন এলে বা কোনও দুর্ঘটনা ঘটলে তার জন্য সরাসরি দায়ী করা হবে রেল প্রশাসনকে। অথচ মানুষ নিজেরাই নিজেদের জীবনকে বিপদে ফেলার চেষ্টা করে। ফলে এই ভিডিয়ো ভাইরাল হতেই পুলিশ তাদেরকে গ্রেফতার করে।


ঘটনাটি আগ্রা ফোর্ট রেল স্টেশনের। ওই মহিলার নাম মীনা সিং বলে জানা গিয়েছে। মীনা ইউটিউব শটে তার ভিডিয়ো আপলোড করেছেন। ভিডিয়োটি ভাইরাল হলে পুলিশ মা-মেয়ে দুজনকে খুঁজে বের করে তাদের হেফাজতে নেয়। এরপর তাদের দু’জনের বিরুদ্ধে রেল আইন 145 ও 147 ধারায় ব্যবস্থা নেওয়া হয়। ভিডিয়োটি ভাইরাল হওয়ার পরে অনেকে কমেন্টে ক্ষোভ প্রকাশও করেছেন।

 

Next Article