সিনেমা হল হোক বা মল কিংবা বিমানবন্দরে খাবারের দাম যে বেশ অনেকটাই বেশি হয়, তা বহু মানুষেরই জানা। আর সেখানকার বিভিন্ন খাবারের বিলও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। তেমনই একটি বিলের ছবি ফের ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়, যেখানে একটি সিঙাড়া, এক কাপ চা, আর একটি জলের বোতলের দাম দেখলে আপনার চোখ কপালে উঠতে বাধ্য। এবার নিশ্চয়ই আপনার মনে প্রশ্ন আসছে, যে এই তিনটে জিনিসের কত দাম হতে পারে? শেয়ার করা বিলে দেখা যাচ্ছে, এই তিনটি খাবারের দাম নেওয়া হয়েছে 490 টাকা। আর এই বিল মুম্বাই বিমানবন্দরের। ছবিটি শেয়ার করার সঙ্গে সঙ্গে ঝড়ের বেগে ভাইরাল হয়েছে।
এখন এই পোস্টটি সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে শেয়ার করা হচ্ছে, যাতে প্রচুর ব্যবহারকারী কমেন্ট করেছেন। কিছু ব্যবহারকারী লিখেছেন, “সামর্থ্য না থাকলে কেন প্লেনে যাবেন? জানেনই তো সেখানকার জিনিসের দাম বেশি হয়।” আরেকজন কমেন্টে লিখেছেন, “আমি এই জন্যই বিমানবন্দরে গিয়ে কিছু খাওয়া ছেড়ে দিয়েছি। যা টাকা নিয়ে বেরই, তার অনেকটাই চলে যায়।” এছাড়াও অনেকে অনেক কমেন্ট করেছেন এই পোস্টে।
Stay healthy…
Elephant calf air frying his meal😊 pic.twitter.com/8t6I5oddii— Susanta Nanda (@susantananda3) October 29, 2023
‘পোহা জালেবি’ (@poha_met_jalebi) নামের একজন ব্যবহারকারী 2022 সালের একটি টুইটের স্ক্রিনশট পোস্ট করেছেন এবং লিখেছেন – “আপনার কাছে সামোসা পৌঁছাতে 10 মাস লেগেছে, নিশ্চয়ই নষ্ট হয়ে গিয়েছে?” এর জবাবে ব্যবহারকারী বলেছেন, “ছবিটি শুধুমাত্র দেখানোর জন্য শেয়ার করা হয়েছে!! আপনি কি সম্প্রতি বিমানবন্দরে গিয়েছেন? জিনিসপত্রের দাম দেখেছেন? এক সপ্তাহ আগে ফ্লাইট টিকেট বুক করতে কত খরচ হবে? আপনার শহরে ক্যাবের রেট কী? এই বিষয়ে জানা আছে?”