‘ওয়াফেল ভেল’ দেখে জিভে জল চকোলেট প্রেমীদের, প্লেটে পড়ছে একের পর এক উপাদান

Jan 07, 2024 | 3:46 PM

Viral Video: এই ভিডিয়োটি ইনস্টাগ্রামের @sanskarkhemani হ্যান্ডেলে শেয়ার করা হয়েছে। এটি এখনও পর্যন্ত 3 লাখের বেশি লাইক পেয়েছে। অনেকে অনেক কমেন্টও করেছেন এই ভিডিয়োয়। এক ব্যক্তি কমেন্টে লিখেছেন,"যারা চকোলেট খেতে পছন্দ করে, তাদের কাছে এটা স্বর্গের থেকে কম কিছু নয়।"

ওয়াফেল ভেল দেখে জিভে জল চকোলেট প্রেমীদের, প্লেটে পড়ছে একের পর এক উপাদান

Follow Us

ভেলপুরি তো অনেক খেয়েছেন। কিন্তু ‘ওয়াফেল ভেল’ নামটা চেনা লাগছে? খেয়েছেন কোথাও? নাম না শুনে থাকলে, এই ভিডিয়োটি দেখুন একবার। আপনার জিভে জল আসতে বাধ্য। প্রায় প্রত্যেক দিনই অদ্ভুত অনেক খাবারের ভিডিয়ো ভাইরাল হয়। আর মধ্যে এমন কিছু খাবার থাকে, যা দেখে সত্যিই চোখ ফেরানো দায় হয়ে যায়। এটাও তেমনই একটি ভিডিয়ো। সুরাটের এক বিক্রেতা একটি নতুন খাবার আবিষ্কার করেছেন এবং নাম দিয়েছেন ‘ওয়াফেল ভেল’। ওয়াফেলে সিরাপ এবং চকোলেট সস দিয়ে এই ভেল এমনভাবে বানানো হচ্ছে, যা দেখে আপনি একবার হলেও খেতে চাইবেন। ভিডিয়োয় ঠিক কী দেখা যাচ্ছে?

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা যাচ্ছে, এক মহিলা প্রথমে ওয়াফেল বানিয়ে নিচ্ছেন। তারপরে তা বানানো হয়ে গেলে একটি প্লেটে প্রথমে ওয়াফেল কেটে কেটে দিয়ে দেন। তারপরে তাতে প্রথমে ডার্ক চকোলেট সস, মিল্ক চকোলেট সস আর অন্যান্য চকোলেট সস দিয়ে ভেলটি তৈরি করলেন। এখানেই শেষ নয়, একের পর এক উপকরণ তাতে দিতে থাকলেন। আর সব শেষে একটি ভ্যানিলা আইসক্রিম উপরে দিয়ে, তারউপর আবার ডার্ক চকোলেট সস দিয়ে দিলেন। ভিডিয়োটি দেখে খাদ্যপ্রেমীরা প্রশংসা করা থেকে নিজেদের আটকাতে পারেননি।


এই ভিডিয়োটি ইনস্টাগ্রামের @sanskarkhemani হ্যান্ডেলে শেয়ার করা হয়েছে। এটি এখনও পর্যন্ত 3 লাখের বেশি লাইক পেয়েছে। অনেকে অনেক কমেন্টও করেছেন এই ভিডিয়োয়। এক ব্যক্তি কমেন্টে লিখেছেন,”যারা চকোলেট খেতে পছন্দ করে, তাদের কাছে এটা স্বর্গের থেকে কম কিছু নয়।” আরও এক ব্যক্তি লিখেছেন,”সোশ্যাল মিডিয়া স্ক্রল করতে করতে অনেক খাবারের ভিডিয়োই চোখে পড়ে। কিন্তু আজকাল এই ভিডিয়োটি চারিদিকে প্রায় সবাই প্রচুর শেয়ার করছে।”

Next Article