সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিতে স্ক্রোল করার সময়, প্রায় প্রতিদিনই এমন কিছু ভিডিয়ো চোখে পড়ে, যা দেখে অবাক হওয়া ছাড়া আর কোনও উপায় থাকে না। আবার এমন কিছু ভিডিয়ো থাকে, যা দেখার সঙ্গে সঙ্গে আঙুলটা যেন শেয়ার অপশনে চলে যায়। তেমনই একটি ঈগলের ভিডিয়ো ভাইরাল হয়েছে, যা দেখে অধিকাংশ নেটিজেনের চোখ কপালে উঠেছে। এমনটিতেই বলা হয়, ঈগল এতই শক্তিশালী যে তারা মানুষের বাচ্চাও শিকার করে আকাশে উড়াতে পারে। এর সবচেয়ে বিশেষ বিষয় হল এই পাখিটি খুব দ্রুত গতিতে উড়ে যায় এবং তাদের দৃষ্টিশক্তি এতই প্রখর যে, তারা আকাশ থেকেও তাদের ছোট শিকার দেখতে পায় এবং সুযোগ পেলেই তাদের দিকে ঝাঁপিয়ে পড়ে। কিন্তু যে ভিডিয়োটি ভাইরাল হয়েছে, তাতে একটি ঈগলকে শিকার করার সময় বিরাট বড় ভুল করতে দেখা গিয়েছে।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা যাচ্ছে, একটি বিরাট বড় ঈগল হঠাৎই একটি গাড়ির কাঁচে এসে বসল। যদিও যে একটি ছোট্ট বিড়াল ছানাকে দেখতে পেয়েই এভাবে উড়ে এসেছে। কিন্তু সেই না গাড়ির সামনে এল, সেই দেখল, একী! বিড়ালটা তো গাড়ির ভিতর বসে রয়েছে। কিন্তু বিড়ালটি যে তাকে দেখে একেবারেই ভয় পাচ্ছে না, এমনটা নয়। বিরাট এই ঈগলকে দেখে বিড়ালটি এতটাই ভয় পেয়েছে যে, সে একেবারে স্টেয়ারিংয়ের কাছে চলে আসে। এই সময় ঈগলটির লড়াই দেখার মতো। ঈগলটি বারবার গাড়ির কাঁচে ডানা দিয়ে ঝাপটা দিচ্ছে, কখনও আবার তার ঠোঁট দিয়ে ঠোকরাচ্ছে। কিন্তু বিড়ালটিকে ধরতে না পেরে শেষ পর্যন্ত হাল ছেড়ে দেয় এবং সেখান থেকে চলে যায়। তবে ভিডিয়োটি দেখলে আপনি স্পষ্টই বুঝতে পারবেন যে, ঈগলটি বুঝতেই পারেনি বিড়াল ছানা গাড়ির বাইরে নয়, বরং গাড়ির ভিতরে বসে রয়েছে।
ভাইরাল হওয়া এই ভিডিয়োটি ইনস্টাগ্রামে শেয়ার করা হয়েছে resumidoinfo নামে একটি অ্যাকাউন্টের মাধ্যমে। ছয় লাখের বেশি মানুষ এটি দেখেছেন এবং কমেন্ট করে তাদের প্রতিক্রিয়া জানাচ্ছেন। এক ব্যক্তি কমেন্টে লিখেছেন,”বিড়াল ছানাটি অনেক বেশি ভয় পেয়ে গিয়েছে ঈগলকে দেখে।”