কিছু মানুষ আছেন যাঁরা অত্যন্ত সৃজনশীল। আবার কিছু এমন মানুষ আছেন, যাঁরা তাঁদের সৃজনশীলতাকে পরবর্তী স্তরে নিয়ে যান। তেমনই কিছু করে দেখালেন কেরালার এক নববধূ ও ওয়েডিং ফটোগ্রাফার। এলাকার গর্তের সমস্যা তুলে ধরার জন্য দুজনেই গর্তে ভরা রাস্তায় ফটোশুট করার সিদ্ধান্ত নেন। মহিলা একটি সুন্দর লাল শাড়ি পরেছিলেন। ওয়েডিং শুটের একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় খুব ভাইরাল হয়েছে।
ভাইরাল হওয়া ভিডিয়োটি ইনস্টাগ্রামে শেয়ার করেছে অ্যারো ওয়েডিং কোম্পানি নামক একটি পেজের তরফে। সংক্ষিপ্ত ক্লিপে একজন মহিলাকে দেখা যায় ঐতিহ্যবাহী বিয়ের পোশাক ও ভারী গহনা পরে তিনি ওই কর্দমাক্ত রাস্তায় হাঁটছেন। গর্তের রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে এক এক করে গাড়িও বেরিয়ে যেতে থাকে তাঁর পাশ দিয়ে।
বিয়ের ফটোগ্রাফাররাও কর্দমাক্ত রাস্তায় হাঁটতে থাকা নববধূর বেশ কয়েকটি ছবি শেয়ার করেছেন।