Latest Viral Video: বিশ্বের অনেক দেশেই এমন কিছু প্রাণী খাওয়া হয়, যা আপনি কল্পনাও করতে পারবেন না। মুরগি বা খাসির মাংসের চেয়ে এক ধাপ এগিয়ে মানুষ কুকুর, সাপ, বাদুড় ইত্যাদি প্রাণীও খায়। এ দেশেরও বিভিন্ন প্রান্তে মানুষ নানাবিধ প্রাণীর মাংস খায়। সম্প্রতি এক মহিলার বিশাল মাকড়সা খাওয়ার একটি ভিডিয়ো ভাইরাল হচ্ছে, যা দেখার পর নেটিজ়েনরা হতবাক। সবচেয়ে আশ্চর্যের বিষয় হল, তিনি জ্যান্ত অবস্থাতেই মাকড়সাটিকে চাটনিতে ডুবিয়ে খেয়ে নিলেন।
এক্স মাধ্যমে @EarthPix নামক একটি হ্যান্ডেল থেকে প্রায়শই এই ধরনের অবাক করার মতো ভিডিয়োগুলি শেয়ার করা হয়। সদ্য ভাইরাল হওয়া ভিডিয়োটিও শেয়ার করা হয়েছে সেই পেজ থেকেই। সবথেকে বড় কথা হল, এই মাকড়সাটি সাধারণ কোনও ছোটখাটো মাকড়সা নয়। মহিলাকে চাটনিতে ডুবিয়ে যে মাকড়সাটিকে খেলেন, সেটি একটি ট্যারান্টুলা, যা আকারে সাধারণ মাকড়সার থেকে অনেকটাই বড় হয়। যদিও এই ধরনের মাকড়সাগুলি বিষাক্ত হয় না।
Different cultures, different foods…
Would you eat a giant spider 🕷️? pic.twitter.com/ITOPZqYkh4
— Earthpix (@EarthPix) April 4, 2023
তবে এই ভিডিয়োর সত্যাসত্য TV9 বাংলা যাচাই করে দেখেনি। সোশ্যাল মিডিয়ায় এডিটিংয়ের কারসাজিতে অনেক ভুয়ো ভিডিয়োকেই আসল বলে চালিয়ে দেওয়া হয়। একথা ঠিক যে, মাকড়সা অনেক দেশেই খাওয়া হয়। কিন্তু সেই সব জায়গায় মাকড়সা রান্না করে খাওয়া হয়, জ্যান্ত খাওয়ার চল কোথাও নেই। আর সেই কারণেই এই ভিডিয়োর বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছে।
ভিডিয়োতে মহিলাকে প্রথমে কয়েকটি মাকড়সা নিয়ে সেগুলিকে নাড়তে দেখা যায়। তারপরই সেখান থেকে একটি হাতে তুলে নিলেন এবং চাটনির মতো কোনও একটি পদার্থে ডুবিয়ে নিলেন। ঠিক যে ভাবে আমরা সিঙ্গারা খাই চাটনিতে ডুবিয়ে, এই মহিলাও কিছুটা সেই ভাবেই জীবন্ত মাকড়সা চাটনিতে ডুবিয়ে সরাসরি মুখে দিয়ে দেন। তারপর সেটিকে চিবিয়ে খেয়েও নেন।