Latest Viral Video: ছুটির দিনে অনেকেই বাড়ির বাইরে বেরোন। কেউ সিনেমা দেখতে যান, কেউ মার্কেটিং করতে যান, কেউ আবার বাইক চালিয়ে দিনটা একটু নিভৃতে কাটাতেই পছন্দ করেন। প্রত্যেকেই নিজেদের মতো করে আনন্দ খুঁজে নেন। সম্প্রতি একটি ঘটনা বহু মানুষের দৃষ্টি আকর্ষণ করেছে। সেলফি তোলার অদম্য ইচ্ছে থেকে কয়েকজন পৌঁছে গিয়েছিলেন বিপজ্জনক একটি জায়গায়। সেখানেই এক মহিলা জীবনটাকে হেলায় হারানোর মতো পরিস্থিতির সম্মুখীন হয়েছিলেন।
এক্কেবারে অপ্রত্যাশিত একটি ঘটনা। ছুটির দিনে বেড়াতে একটি পরিবারের কয়েকজন সদস্য পৌঁছে গিয়েছিলেন একটি পার্কে। ওই পরিবারের এক মহিলা সেলফি তুলতে এতটাই মরিয়া হয়ে উঠেছিলেন যে, একটি বাইসনের কাছে পৌঁছে গিয়েছিলেন। তাতেই ঘটনা বিপজ্জনক মোড় নেয়। পার্কে একাধিক বাইসন ঘোরাফেরা করছিল। তাদের মধ্যেই একটি বাইসন হঠাৎই ওই মহিলার দিকে তেড়ে যায়। এদিকে ওই মহিলাও তখন পালাতে গিয়ে পার্কের মধ্যেই পড়ে যান।
মহিলার ঠিক পাশেই এসে গিয়ছিল বাইসনটি। পরে বোঝা গেল মহিলা পড়ে গিয়ে মরে যাওয়ার ভান করছেন! হঠাৎই তিনি নড়াচড়াও বন্ধ করে দেন, যা বাইসনটির কৌতূহল আরও কয়েকগুণ বাড়িয়ে তোলে। ওই পার্কে আগত অন্যান্য দর্শকরা ভিডিয়োটি ফ্রেমবন্দি করেন। কিছু মানুষজন আবার চিৎকার করে বাইসনটিকে বিভ্রান্ত করার চেষ্টা করে। যদিও কিছুক্ষণ ধরে মহিলার গায়ের গন্ধ শোঁকার পরে বাইসনটি জায়গা ছেড়ে চলে যায়।
ইনসাইড হিস্ট্রি নামক একটি ইনস্টাগ্রাম পেজ থেকে ভিডিয়োটি শেয়ার করা হয়েছে। নেটিজ়েনরা এই ভিডিয়ো দেখার পরে নিজেদের মজাদার সব প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। একজন তো সোজা প্রশ্নই করে বসলেন, ‘কেন মানুষ ভাবে যে বন্যপ্রাণীরা তাদের সঙ্গে বন্ধুত্ব করতে চায়?’ আর একজন ব্যাঙ্গাত্মক স্বরেই যোগ করলেন, ‘বন্যপ্রাণীর সঙ্গে মজা করা অনেক সময় ঝুঁকিপূর্ণ পরিস্থিতির দিকে ঠেলে দিতে পারে।’