Latest Viral Video: বিয়ে হোক বা যে কোনও আনন্দ অনুষ্ঠান, ভারতীয়রা একটু না নাচলে (Dance) যেন ভাল লাগে না। আর ভারতীয়রা যখন নাচতে শুরু করেন, তাঁরা কারও ধার ধারেন না। নাচতে নাচতে কেউ হয়ে যান নাগিন, কেউ আবার ময়ূর, নাচের সে কত ধরন, কত প্রকার, এমন প্রতিভা আপনি গোটা বিশ্বে খুঁজে পাবেন না। এবার এক মহিলার (Woman) সন্ধান দিল এই নেটপাড়া। অবাক কায়দায় তিনি নাচলেন। ঘোমটা (Ghunghat) না সরিয়েই এমন নাচ তিনি নাচলেন যে, অনুষ্ঠানে আগত অন্যান্য অতিথিরা হাঁ হয়ে তাকিয়ে থাকলেন কিছুক্ষণ।
সম্ভবত, ভিডিয়োটি কোনও একটি বিয়েবাড়ির। মঞ্চ সাজানো রয়েছে। সেখানে অনেকেই নাচছেন। কিন্তু সকলের মধ্যমণি হলেন এক মহিলা, যার মুখটা ঘোমটায় ঢাকা। সেই ঘোমটাকে না সরিয়েই তিনি নেচে গেলেন অসাধারণ ভঙ্গিমায়। আর সেই বিবাহবাসর তো বটেই, নেটপাড়ার চৌহদ্দিতে এসেও বহু মানুষের মনে পাকাপাকি জায়গা করে নিলেন। ওই মহিলার নাচ দেখে সকলে থ হয়ে যান, তাঁকে ঘিরেই অনুষ্ঠানে আগত অন্যান্য অতিথিরা যেন নাচের ছন্দ খুঁজে পাচ্ছিলেন।
ওই মহিলা আসলে বরের বৌদি। শ্বশুরবাড়ির লোকজনের সামনে এভাবে নাচতে প্রথমে কিছুটা কুণ্ঠা বোধ করছিলেন। পরে যখন শুরু করলেন, তখন ঘোমটা পরেই নাচতে লাগলেন। তারপর আর থামলেন না, ডান্স ফ্লোরে একপ্রকার আগুন জ্বালিয়ে দিলেন। গানের তালে তাঁর নাচের প্রতিটা স্টেপ যেন মিশিয়ে দিয়েছেন।
ইনস্টাগ্রামে এই ভিডিয়োটি শেয়ার করা হয়েছে mrs_muskan_mn নামক একটি পেজ থেকে। ভয়ঙ্কর ভাইরাল হয়েছে ভিডিয়োটি। প্রচুর মানুষ এই ভিডিয়ো দেখেছেন। অল্প সময়ের মধ্যেই ভিডিয়োর ভিউ প্রায় 28 লাখ ছাপিয়ে গিয়েছে। প্রচুর মানুষ এই ভিডিয়োতে কমেন্ট করেছেন। একজন লিখছেন, “কী অসাধারণ নাচলেন।” আর একজন যোগ করলেন, “পরিবারে এরকম কেউ নাচতে জানলে কেউ আর খাবার জায়গায় ভিড় করবেন না।”