Latest Viral Video: এ দেশের মানুষজন তাঁদের থেকে বয়সে একটু বড় হলেই অন্যদের দাদা বা দিদি বলে থাকেন। দাদা (Brother) অর্থাৎ বড় ভাই, আর দিদি অর্থে বড় বোনকে (Sister) সম্বোধন করা হয়। কিন্তু এহেন দাদার সঙ্গেই যদি কোনও বোনের বিয়ে হয়, কেমন লাগে বলুন তো! সোশ্যাল মিডিয়ায় এক যুগলের প্রেমকাহিনি বড়ই ভাইরাল হয়েছে। কারণ? মহিলা এমনই এক পাত্রের গলায় মালা পরিয়েছেন, যাঁকে তিনি বিগত 8 বছর ধরে দাদা বলে আসছিলেন। মহিলাও এ-ও জানিয়েছেন যে, বিয়ের (Marriage) আগে থেকেই তাঁদের দুই পরিবারের মধ্যে একটা আত্মীয়তার সম্পর্ক ছিল।
সদ্য ভাইরাল হওয়া ভিডিয়োটি সম্প্রতি ইনস্টাগ্রামে শেয়ার করা হয়েছে ভিনি অ্যান্ড জয়-এর পেজ থেকে। ভিডিয়োতে কিছু ছবি দেখা গিয়েছে, যেখানে ভিনি এবং জয়কে দেখা গিয়েছে অনেক কম হয়স থেকেই একসঙ্গে পোজ় দিতে। ভিনি জানিয়েছেন যে, তিনি জয়ের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন এবং তাঁদের দুজনের এখন সন্তানও রয়েছে। ওই রিলটিতে তাঁদের সন্তানেরও একটি ছবি দেখা গিয়েছে।
ভিডিয়োর ক্যাপশনে লেখা হয়েছে, “আমরা আত্মীয় এবং আমাদের বয়সের মধ্যে ফারাক থাকার ফলে আমি ওকে অনেকদিন ধরেই দাদা বলতাম। এখন ভাইয়া থেকে সাঁইয়া।” অনলাইনে শেয়ার হওয়ার পর থেকে প্রায় 5 মিলিয়নেরও বেশি ভিউ হয়েছে ভিডিয়োটির। খুব স্বাভাবিক ভাবেই এই ভিডিয়ো দেখার পর বহু মানুষ তাঁদের অবাক প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।
একজন লিখছেন, “এটা এক্কেবারেই মজার বিষয় নয়। আমার বড় অদ্ভুত লাগল।” আর একজন যোগ করে বললেন, “কাউকে ভাই বলা কখনও সম্পর্ক হতে পারে না! আপনার থেকে বয়সে বড় যে কাউকে দাদা বলতে পারেন! কিন্তু তার জন্য এই ক্যাপশনটা কখনই দরকার ছিল না। বিষয়টা খুব একটা ভাল দেখাল না।”