Viral Video: বাজারে গিয়ে এক মহিলা পেলেন এই ‘অদ্ভুত’ ডিম, দামও সাংঘাতিক; এমন আকৃতি কেউ আগে দেখেনি!

TV9 Bangla Digital | Edited By: অন্বেষা বিশ্বাস

Jun 20, 2023 | 2:36 PM

Latest Viral Video: শেয়ার করার পর থেকেই পোস্টে কমেন্টের ঝড় উঠেছে। অনেকে অনেক কমেন্ট করেছেন এই ভিডিয়োয়। একজন ব্যবহারকারী লিখেছেন যে, "আমারও এমন ডিম ছিল, আমি সেগুলি খেয়েছি। তাই এতে আদৌ নতুন কিছু নেই।"

Viral Video: বাজারে গিয়ে এক মহিলা পেলেন এই অদ্ভুত ডিম, দামও সাংঘাতিক; এমন আকৃতি কেউ আগে দেখেনি!

Follow Us

Viral Video Today: সোশ্যাল মিডিয়ায় প্লাস্টিকের ডিম থেকে শুরু করে, বিভিন্ন রঙের ডিল, সব কিছুই ভাইরাল হয়। এমনকি অনেক জায়গায় দু’টি কুসুমের ডিমও পাওয়া যায়। কিন্তু তাই বলে ডিমের আকারে পার্থক্য থাকবে? অনেকেই সকালের খাবারে ডিম খেতে পছন্দ করেন। ভারতে সাধারণত সাদা ডিম পাওয়া যায়। কিন্তু ভারতের বাইরে বেশিরভাগ ব্রাউন ডম পাওয়া যায়। ভারতে যে এই ধরনের ডিম একেবারেই পাওয়া যায় না, তা একেবারেই নয়। কিন্তু তাই বলে গোল ডিম? ডিম সাধারণত ডিম্বাকৃতি হয়। সবাই এতদিন এটাই জেনে এসেছে। কিন্তু সোশ্যাল মিডিয়ার দুনিয়ায় অনেক অজানা কিছুই জানা হয়ে যায়। একটি ভিডিয়ো সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হয়েছে, যেখানে দেখা যাচ্ছে একটি একদম বলের মতো গোল ডিম। যিনি শেয়ার করেছেন তার মতে, এমন ডিম পাওয়া সহজ নয়। কোটিতে একটি ডিম এমনই হয়। একেবারে গোল।

ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা যাচ্ছে, একজন হাতে একটি ডিম নিয়ে ক্যামেরার সামনে ঘুরিয়ে ফিরিয়ে দেখাচ্ছেন। প্রথমে আপনি বুঝতে পারবেন না। কিন্তু তারপরে আপনি দেখবেন ডিমটি একেবারেই গোল। কোনও দিক থেকেই আপনার সেটিকে ডিম বলে মনে হবে না। তবে রং দেখে আপনি বুঝতে পারবেন। যিনি শেয়ার করেছেন, তিনি জানিয়েছেন, তিনি রান্না করার সময় ডিমের কার্টনে একটি পুরোপুরি গোলাকার ডিম খুঁজে পেয়েছেন। গুগলে সার্চ করে জানতে পেরেছেন এক কোটি ডিমের মধ্যে এমন একটি ডিম থাকে, যা একেবারে গোলাকার। তিনি জানান, এর আগে যে ডিম পাওয়া গিয়েছিল সেই ডিম বিক্রি হয়েছিল 1400 অস্ট্রেলিয়ান ডলারে (ভারতীয় মুদ্রায় যা প্রায় 78 হাজার টাকা)।


শেয়ার করার পর থেকেই পোস্টে কমেন্টের ঝড় উঠেছে। অনেকে অনেক কমেন্ট করেছেন এই ভিডিয়োয়। একজন ব্যবহারকারী লিখেছেন যে, “আমারও এমন ডিম ছিল, আমি সেগুলি খেয়েছি। তাই এতে আদৌ নতুন কিছু নেই।” এই পোস্টটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর, লোকেরা এমন ডিম দেখে বিস্মিত। বিস্ময় প্রকাশ করে একজন ব্যবহারকারী জিজ্ঞেস করলেন, “এটা কি সত্যিই ডিম?”

Next Article