অনন্য জিনিসপত্রের বিপুল সম্ভার এই ইন্টারনেটেই। তার কিছু আমাদের হাসায়, কিছু কাঁদায়, কিছু আবার খুব অবাক করে। আর সেই ইন্টারনেটে প্রতিভাবান মানুষের ছড়াছড়ি। সম্প্রতি একটি ভিডিয়ো খুব ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা গিয়েছে, সাইকেলে চড়ে এক মহিলা নাচছেন। হ্যাঁ, ঠিকই শুনছেন। মহিলা দুই হাত দিয়ে কোথায় সাইকেল চালাবেন, তা নয়। দুই হাত ছেড়ে তিনি স্বমহিমায় নাচছেন। সেই ভিডিয়োই এখন ঝড় তুলছে রীতিমতো।
জানা গিয়েছে, ভিডিয়োতে যে মহিলাকে দেখা গিয়েছে তাঁর নাম বুশরা। ইনস্টাগ্রামে iamsecretgirl023 নামক একটি পেজ থেকে ভিডিয়োটি শেয়ার করা হয়েছে। ভিডিয়োর ক্যাপশনে লেখা হয়েছে, “ইয়ে লড়কা হায় আল্লাহ!”
শাহরুখ খান ও কাজল অভিনীত ‘কভি খুশি কভি গম’ ছবির অত্যন্ত জনপ্রিয় গান ‘ইয়ে লড়কা হায়ে আল্লাহ’-তে নাচতে দেখা গিয়েছে মহিলাকে। গানটিতে তাঁকে লিপ সিঙ্ক করতেও দেখা গিয়েছে। যেভাবে তিনি হাত নাড়াচ্ছিলেন এবং অভিব্যক্তি প্রকাশ করছিলেন তা যেমন মন ছুঁয়ে গিয়েছে, তেমনই আবার তাঁর পারফরম্যান্সও ছিল যথেষ্ট বিনোদনমূলক।
মহিলার পারফরম্যান্সের সবথেকে আনন্দদায়ক দিকটি ছিল সাইকেলে ভারসাম্য বজায় রাখা। আনারকলি পোশাক ও গহনা পরেই পরিপাটি সেজে সাইকেল নিয়ে বেরিয়েছেন তিনি। চুলও সাজিয়েছেন ফুল দিয়ে।
খুব অল্প সময়ের মধ্যেই ভিডিয়োটির ভিউ 414K হয়ে গিয়েছে। আর সেই সংখ্যা এখনও বেড়েই চলেছে। নেটিজ়েনরা বুশরার নাচ দেখে অভিভূত হয়েছেন। কমেন্ট সেকশনে তাঁর প্রতিভার প্রশংসাও করেছেন অনেকে।
একজন লিখেছেন, “এই প্রতিভাই আপনাকে একদিন তারকা করে তুলবে।” আর একজন যোগ করলেন, “সাইকেল চালাতে-চালাতেও যে কীভাবে একজন নাচতে পারেন এত সুন্দর করে, তা এই প্রথমবার দেখলাম।”