Latest Viral Video: যত্তসব উদ্ভট কাণ্ড যেন চিনেই (China) ঘটে। সম্প্রতি চিনের লিয়াওনিং (Liaoning) প্রদেশে অদ্ভুত এক আবহাওয়া দেখা গিয়েছে। সেখানে আকাশ থেকে বৃষ্টির বদলে কেঁচো এবং কৃমির মতো বস্তু পড়ছিল। সোশ্যাল মিডিয়ায় ঘটনার একটি ক্লিপ ছড়িয়ে পড়েছে। দেখা গিয়েছে, লিয়াওনিংয়ের রাস্তায় একের পর এক গাড়ি দাঁড়িয়ে রয়েছে, যেগুলির উপরে গুচ্ছের কৃমি ও কেঁচো কিলবিল করছে। এই ‘কৃমির বৃষ্টি’ (Worm Rain) থেকে বাঁচতে পথচারীদের দেখা গিয়েছে ছাতা ব্যবহার করতে।
? Citizens of the Chinese ?? province of Liaoning were told to find shelter ?️ after it looked like it started to rain #Worms‼️
? ? ? ? ? ? ? pic.twitter.com/Ggxaazcwog
— ?Raja Barman.???❤️⛳ (@RajaBar16891293) March 12, 2023
অনুরূপ আরও একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেখানে আবার দেখা গিয়েছে, বেজিংয়ের রাস্তায় কৃমির মতো কীট আকাশ থেকে পড়ছে। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিয়ো পোস্ট হওয়ার পর ব্যাপক ভাবে বিতর্ক শুরু হয়েছে। কেউ এই ভিডিয়োর সত্যতা যাচাইয়ের দাবি তুলেছেন। কেউ আবার বলেছেন, এই ধরনের বৃষ্টিকে পশু বৃষ্টি বা Animal Rain বলা হয়। তাঁরা জানিয়েছেন, শক্তিশালী ঝড় বা টর্নেডোর সময় মাছ বা ব্যাঙের মতো ছোট-ছোট প্রাণীরা এভাবে আকাশ থেকে মাটিতে পড়ে। কেউ কেউ আবার এ-ও বলেছেন যে, এই ভিডিয়োটি পুরনো। যুক্তি দিয়ে তাঁরা আরও যোগ করেছেন যে, সম্প্রতি বেজিংয়ে কোনও বৃষ্টিপাত হয়নি।
কিন্তু সত্যিই কি এমনতর কৃমির বৃষ্টি হয়? শেন শেই নামের এক চিনা সাংবাদিক বেজিংয়ের এই কৃমির বৃষ্টি নিয়ে যাবতীয় রহস্যের সমাধান করার চেষ্টা করেছেন। তিনি দাবি করেছেন, যে এই ফুটেজটি ভুয়ো এবং বেজিংয়ের সম্প্রতি কোনও বৃষ্টি হয়নি। যদিও কিছু সূত্র থেকে জানা গিয়েছে যে, এই ধরনের কীটগুলি চিনে মূলত মার্চ মাসেই আসে। তার উপরে আবার চিন, এমন কাণ্ড সেখানে ঘটলে অস্বাভাকি কিছুই নয়।
China ?? pummeled by “ rain ☔️ of worms ? ” as residents are asked to carry umbrellas ☂️ and find shelter ?
Boy unless it involves money ?i don’t see myself goin’ to that country , they got too damn much goin on ?
pic.twitter.com/t194544Ytt— Bucks AFC ⚪️? (@bondzii) March 11, 2023
তবে কৃমির মতো এই কীটগুলি প্রাকৃতিক আবহওয়ার কারণে আকাশ থেকে পড়ছিল নাকি এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে, সে বিষয়টা জানা যায়নি। পাশাপাশি কৃমিগুলি আদৌ আকাশ থেকেই পড়ছিল কি না, সে বিষয়েও নিশ্চিত হওয়া যায়নি। সে যাই হোক না কেন! সোশ্যাল মিডিয়ায় বহু মানুষ এই ভিডিয়ো দেখে বিস্ময় প্রকাশ করেছেন! কেউ আবার এমন উদ্ভট কাণ্ড দেখে অবাকও হয়েছেন।