Viral Video: গলায় একটা, পায়ের নীচে আর একটা, বার্মিজ় অজগর নিয়ে ছেলেখেলা করতে গিয়ে ভয়ানক কাণ্ড ঘটালেন যুবক

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Mar 07, 2023 | 6:59 PM

Viral Video Today: ইনস্টাগ্রামে হইচই ফেলা ভিডিয়োতে দেখা গিয়েছে, এক যুবকের গলায় একটি বার্মিজ় অজগর (Burmese Python) এবং তাঁর পায়ের নীচেই মাটিতে আর একটি বড়, বিষাক্ত সাপ। ওই যুবক যেন সাপ দুটিকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করছেন।

Viral Video: গলায় একটা, পায়ের নীচে আর একটা, বার্মিজ় অজগর নিয়ে ছেলেখেলা করতে গিয়ে ভয়ানক কাণ্ড ঘটালেন যুবক
ভয়ঙ্কর কাণ্ড!

Follow Us

Latest Viral Video: এই দুনিয়ায় যে কত ভিন্ন রকমের সাপ রয়েছে, তা হয়তো গুনে হিসেব করা যাবে না! তবে সোশ্যাল মিডিয়ায় আপনি হরেক কিসিমের সাপের সন্ধান পেয়ে যাবেন। রাগী সাপ, দুঃখী সাপ, মজাদার সাপ, ছোট থেকে বড় সবরকমের সাপ আপনি দেখতে পাবেন নেটপাড়ায়। আসলে নেটপাড়ায় দেখতে পাবেন না। কিন্তু সোশ্যাল মিডিয়ায় মানুষজনের সাপেদের প্রতি এমনই ঝোঁক রয়েছে যে, বিশ্বের বিভিন্ন প্রান্তের সাপের ভিডিয়োগুলি এখানে ঝড়ের গতিতে ভাইরাল হতে থাকে। সম্প্রতি সাপেদের তেমনই একটি ভিডিয়ো অনেকেরই ঘুম কেড়ে নিয়েছে এই নেটদুনিয়াতেই। ইনস্টাগ্রামে হইচই ফেলা ভিডিয়োতে দেখা গিয়েছে, এক যুবকের গলায় একটি বার্মিজ় অজগর (Burmese Python) এবং তাঁর পায়ের নীচেই মাটিতে আর একটি বড়, বিষাক্ত সাপ। ওই যুবক যেন সাপ দুটিকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করছেন। আর সেই ভিডিয়ো দেখেই ইনস্টা ব্যবহারকারীদের ঘুম উড়ে গিয়েছে।

World_ of_ snakes নামক একটি ইনস্টাগ্রাম পেজ থেকে এই ভয়ঙ্কর ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ভিডিয়োতে ওই যুবককে বলতে শোনা গিয়েছে, “আমার গলায় একটি বার্মিজ় পাইথন রয়েছে এবং মাটিতে আর একটি গড়াগড়ি খাচ্ছে। তবে ও খুব রেগে গিয়েছে। চমৎকার সাপটির জন্য ঈশ্বরের প্রশংসা করা উচিত। এর থেকে ভাল এই দুনিয়ায় আর কিছু নেই।”


প্রচুর মানুষ এই ভিডিয়ো দেখেছেন। কমেন্টও করেছেন অনেকে। তবে যুবকের নীচে থাকা সাপটি যেভাবে হাঁ মুখ করেছিল, তা দেখার পর নেটিজ়েনদের অনেকেই ওই ছেলেটিকে সাবধান থাকতে বলেছেন। কেউ কেউ আবার বলেছেন, ক্লিপের একবারে শেষ দিকে সাপটি ওই যুবককে কামড়ে দিয়েছিল।

ইনস্টাগ্রামে একজন কমেন্ট করে লিখছেন, “যুবকের ঘাড়ে থাকা ওই সাপটিকে আমার মৃত বলে মনে হয়েছে।” দ্বিতীয় জন লিখছেন, “সাপ সুন্দর। কিন্তু ওরা ফ্লোরিডায় এলেই বিষাক্ত হয়ে যায় এবং নিরীহ প্রাণীদের আক্রমণ করে।”

তৃতীয় জন যোগ করলেন, “অনেক মানুষই আছেন, যাঁরা শখ করে সাপ পোষেন। তারপর সামলাতে না পেরে তাদের জঙ্গলে ছেড়ে দেন। তবে একথা অস্বীকার করার উপায় নেই যে, মানুষের জন্যই সাপেরা আজকাল বেশি ভয়ঙ্কর হয়ে উঠছে।”

Next Article