দৌলতপুর: প্রায় ১১টি উট সহ এক ব্যক্তিকে গ্রেফতার করল বংশীহারী থানার পুলিশ। বৃহস্পতিবার গভীর রাতে দক্ষিণ দিনাজপুর জেলার দৌলতপুর এলাকায় একটি লরিতে অভিযান চালিয়ে উটগুলি উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য প্রায় ২৫ লক্ষ টাকা। লরির চালককে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। উটগুলি পাচারের উদ্দেশ্যেই নিয়ে যাওয়া হচ্ছিল বলে পুলিশের প্রাথমিক অনুমান। এদিকে, উট পাচারের চেষ্টার খবরটি জানতে পেরেই শুক্রবার দুপুরে বংশীহারী থানায় আসেন গঙ্গারামপুর মহকুমা পুলিশ আধিকারিক দীপাঞ্জন ভট্টাচার্য। তিনি বলেন, “কোথা থেকে কোথায় উটগুলি নিয়ে যাওয়া হচ্ছিল তা স্পষ্ট নয়। তদন্ত শুরু হয়েছে। উটগুলির শারীরিক পরীক্ষা করা হয়েছে।”
পুলিশ জানায়, ধৃতের নাম বিজেন্দ্র সিং(২২)। মধ্যপ্রদেশের বাসিন্দা বিজেন্দ্র ১১টি উট নিয়ে দৌলতপুর এলাকা দিয়ে যাচ্ছিল। বিজেন্দ্রকে শুক্রবার গঙ্গারামপুর মহকুমা আদালতে তোলা হয়। পাশাপাশি উটগুলি কোথা থেকে আসছিল এবং কারা নিয়ে আসছিল তা খতিয়ে দেখছে বংশীহারী থানার পুলিশ। আপাতত বংশীহারী থানার হেফাজতে নন্দনপুরে উটগুলি রয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার গোপন সূত্রে খবর পেয়ে বংশীহারী থানার দৌলতপুর এলাকায় বিশেষ অভিযান চালায় পুলিশ। সেই অভিযানেই উট সহ একটি লরি ধরা পড়ে। ওই লরি থেকে উদ্ধার হওয়া ১১টি উটের মধ্যে দুটি ইতিমধ্যেই মারা গিয়েছে। উটগুলির আনুমানিক মূল্য প্রায় ২৫ লক্ষ টাকা। উটগুলি সম্ভবত রাজস্থান থেকে আনা হয়েছে এবং ভিন রাজ্যে পাচারের চেষ্টা হচ্ছিল বলে পুলিশের প্রাথমিক ধারণা।
উটগুলি ঠিক কোথা থেকে আনা হয়েছিল এবং কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, এর পিছনে কারা রয়েছে, সে ব্যাপারে বিজেন্দ্র সিংকে জিজ্ঞাসাবাদ করতে চায় পুলিশ। সেজন্য বিজেন্দ্রকে গঙ্গারামপুর মহকুমা আদালতে তুলে ৫ দিনের জন্য নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানায় বংশীহারী থানার পুলিশ। গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে বংশীহারী থানার পুলিশ জানিয়েছে।